সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার বিজেপি নেতা বিকাশ সিংহ ও ISF নেত্রী আয়েশা বিবির জামিন মঞ্জুর করল আদালত। বুধবার বিকাশবাবুর জামিন মঞ্জুর করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ। আয়েশা বিবির জামিন মঞ্জুর করে বসিরহাট আদালত। ওদিকে জামিন পেলেও স্বামীকে নিয়ে বাড়ি ফিরতে ভয় পাচ্ছেন বিকাশ সিংহের স্ত্রী।
আরও পড়ুন: পুলিশি হেফাজতেই রয়েছেন শেখ শাহজাহান, চলছে শেষ মুহূর্তের দর কষাকষি: শুভেন্দু
মঙ্গরবারই সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সরদারকে জামিন দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তার পর বিকাশ সিংয়ের জামিন সময়ের অপেক্ষা বলে মনে করছিলেন আইনজ্ঞরা। ২৪ ঘণ্টা কাটতে না কাটতে একই এজলাস থেকে জামিন পেলেন বিজেপি নেতা বিকাশ সিংও। এদিন বিচারপতি বলেন, বিকাশ সিংয়ের বিরুদ্ধে FIRএ এমন কিছু নেই যে তাঁকে গ্রেফতার করতে হবে।
গত ১০ ফেব্রুয়ারি তৃণমূল নেতা উত্তম সরদার গ্রেফতার হওয়ার কিছুক্ষণের মধ্যে গ্রেফতার হন বিজেপি নেতা বিকাশ সিংহ। গত ১২ ফেব্রুয়ারি তাঁকে জামিন দেয় বসিরহাট আদালত। জামিনে মুক্ত হতেই আরেকটি মামলায় গ্রেফতার দেখিয়ে তাঁকে টেনে হিঁচড়ে নিয়ে যায় পুলিশ। এদিন আদালত জানিয়ে দিল তাঁর বিরুদ্ধে গ্রেফতার করার মতো কোনও অভিযোগই নেই।
আরও পড়ুন: শাহজাহান কোথায় জানে পুলিশ? শুভেন্দুর দাবি অনুরণিত হল প্রধান বিচারপতির কণ্ঠে
ওদিকে বিকাশবাবুর স্ত্রী জানিয়েছেন, জামিন তো হল। কিন্তু ওকে নিয়ে বাড়ি যাব কি না ভাবছি। ওখানে এখনো শিবু হাজরার গুন্ডা ভানু মণ্ডল ঘুরে বেড়াচ্ছে। ওই ভানুর করা অভিযোগেই আমার স্বামীকে গ্রেফতার করেছিল পুলিশ। এলাকায় ফিরলে ওর ওপর হামলা হতে পারে।
বলে রাখি, বিকাশবাবুর বাড়ি সন্দেশখালি থানার ঠিক উলটো দিকে। এলাকায় অত্যন্ত পরিচিত বিজেপি কর্মী তিনি।