বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Mithun Chakraborty: ‘২১ নয়, সংখ্যাটা বেড়েছে’, তৃণমূল সাংসদ, বিধায়করা যোগাযোগ রাখছেন, বিস্ফোরক মিঠুন

Mithun Chakraborty: ‘২১ নয়, সংখ্যাটা বেড়েছে’, তৃণমূল সাংসদ, বিধায়করা যোগাযোগ রাখছেন, বিস্ফোরক মিঠুন

মিঠুন চক্রবর্তী (ফাইল ছবি - পিটিআই) (PTI)

আজ, বুধবার পুরুলিয়ায় বিজেপির পঞ্চায়েত সম্মেলনে যোগ দেবেন মহাগুরু। এরপর বিভিন্ন জেলায় যাওয়ার কথা তাঁর। বিজেপি সূত্রে খবর, আগামী ২৩ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত মিঠুন চক্রবর্তীর ঠাসা কর্মসূচি রয়েছে এই রাজ্যে।

এর আগে বাংলায় এসে দাবি করেছিলেন যে তৃণমূলের ২১ জন জনপ্রতিনিধি (সাংসদ, বিধায়ক) তাঁর সঙ্গে যোগাযোগ রাখছে। এবার পঞ্চায়েতের প্রস্তুতি দেখতে এসে মহাগুরু মিঠুন চক্রবর্তী দাবি করলেন, ২১ নয়, তার বেশি সংখ্যক তৃণমূল সাংসদ, বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগে জোর দিতে মিঠুন চক্রবর্তীকে ময়দানে নামিয়েছে বিজেপি। আর এই লক্ষ্যে বাংলায় পা দিয়েই বোমা ফাটালেন মিঠুন।

মিঠুন চক্রবর্তী বলেন, ‘‘তৃণমূলে সকলে দুর্নীতিগ্রস্ত নন। অনেকে আছেন যাঁরা দুর্নীতির সঙ্গে যুক্ত নন। তৃণমূলে যাঁরা ভালো, তাঁরা শান্ত। যাঁরা শান্ত, তাঁদের দিকে নজর রাখুন। যাঁরা শান্ত, তাঁদের শরীরী ভাষা সব কিছু বলে দেবে।’ এর আগে সেপ্টেম্বরে মহাগুরু বলেছিলেন, ‘তৃণমূলের ২১ জন বিধায়ক আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন।’ তবে নভেম্বরের শেষে সেই সংখ্যাটা বেড়েছে বলে দাবি করলেন তিনি।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন মহাগুরু। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রচারে লক্ষ্যেই রাজ্যে এসেছেন তিনি। এই আবহে আজ, বুধবার পুরুলিয়ায় বিজেপির পঞ্চায়েত সম্মেলনে যোগ দেবেন তিনি। এরপর বিভিন্ন জেলায় যাওয়ার কথা তাঁর। বিজেপি সূত্রে খবর, আগামী ২৩ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত মিঠুন চক্রবর্তীর ঠাসা কর্মসূচি রয়েছে এই রাজ্যে। এদিকে কলকাতায় পা রেখে মিঠুন বলেন, ‘দলের সভাপতির নির্দেশে আমি এসেছি। দলের কাজ করতে এসেছি। আমি যা করব সেটা সবাই জানতে পারবেন। আমি লুকিয়ে কোনও কিছু করব না।’ এই মন্তব্য থেকেই ফের ‘ডিসেম্বর তত্ত্ব’র গন্ধ পেতে শুরু করেছে অনেকে।

বন্ধ করুন