বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > মুকুলের হাতে পাবলিক অ্যাকাউন্টস কমিটি!‌ চেয়ারম্যান করতে চলেছে বিজেপি

মুকুলের হাতে পাবলিক অ্যাকাউন্টস কমিটি!‌ চেয়ারম্যান করতে চলেছে বিজেপি

মুকুল রায়।

মুকুল রায়ও তৃণমূল কংগ্রেসে ফিরে যেতে পারেন বলেও নানা মহলে চর্চা চলছে। এই পরিস্থিতিতে তাঁকে ধরে রাখতেই কমিটির দায়িত্ব দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।

বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির দায়িত্ব থাকছে বিজেপির হাতে। এখন বিরোধী আসনে সংখ্যা বাড়িয়ে বসেছে তারা। সেখানে কাকে দায়িত্ব দেওয়া হবে তা নিয়ে দলের অন্দরে জোর চর্চা শুরু হয়েছে। কারণ অনেক বিজেপি নেতা তথা বিধায়ক বিধানসভা নির্বাচনে দলের ভরাডুবি হয়েছে দেখা তৃণমূল কংগ্রেসে ফিরে যেতে চাইছে। তার উপর আবার বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে আড়াআড়িভাবে বিভক্ত হয়ে পড়েছে মুকুল রায় শিবির। তাই তাঁর স্ত্রীকে হাসপাতালে দেখতে যাওয়া দিলীপ ঘোষকে বিশেষ গুরুত্ব দিতে চাননি। মুকুল রায়ও তৃণমূল কংগ্রেসে ফিরে যেতে পারেন বলেও নানা মহলে চর্চা চলছে। এই পরিস্থিতিতে তাঁকে ধরে রাখতেই কমিটির দায়িত্ব দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।

বিধানসভা নির্বাচনে বিজেপি মুখ থুবড়ে পড়তেই দলের বিরুদ্ধে বেঁকে বসেছে একগুচ্ছ বিজেপি নেতা। অনেকেই ফিরতে চাইছেন তৃণমূল কংগ্রেসে। রাজ্যে হারের গোয়েন্দা রিপোর্টেও তেমনি আভাস পেয়েছে অমিত শাহ। সেখানে মুকুল রায়কে ধরে রাখতেই এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে চাইছে বিজেপি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁচেছে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুকুল রায়কে ফোন করে তাঁর স্ত্রী খবর নিয়েছে। সুতরাং মুকুলের গোঁসা ভাঙাতেই এই পদক্ষেপ করা হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

এই কমিটির চেয়ারম্যান রাজ্যের যাবতীয় উন্নয়নমূলক কাজের অডিটের বিষয়ে বিশেষ ভূমিকা নেন। প্রত্যেক বছর এই কমিটিটি বিরোধীদের হাতেই ছিল। বিজেপি এখনও নিজেদের চেয়ারম্যানের নাম জানায়নি। সূত্রের খবর, পাবলিক অ্যাকাউন্টস কমিটির পাশাপাশি বিধানসভার আরও ৯টি কমিটির দায়িত্ব পাবে বিজেপি। এই কমিটিতে বিজেপির পক্ষ থেকে চেয়ারম্যন করা হতে পারে মুকুল রায়কে। মুকুল রায়ের রাজনৈতিক অবস্থান নিয়ে এখন নানা জল্পনা চলছে। তার মধ্যে এই কমিটির দায়িত্ব যদি তাঁকে দেওয়া হয়, সেক্ষেত্রে যাবতীয় জল্পনায় ইতি পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, গত বছর কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে যোগদানকারী বিধায়ক শঙ্কর সিংকে এই কমিটির চেয়ারম্যান করা হয়েছিল। বিধানসভা সূত্রে খবর, ইতিমধ্যেই বিজেপিকে জানিয়ে দেওয়া হয়েছে যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি তাদের হাতেই যেতে চলেছে। সেই কমিটির চেয়ারম্যান পদে বসতে চলেছেন মুকুল রায়। এখন দেখার আনুষ্ঠানিক ঘোষণায় তাঁর নাম উঠে আসে কিনা।

বাংলার মুখ খবর

Latest News

‘‌একুশ হাজার মদের দোকান বেড়েছে, এই মুখ্যমন্ত্রী মদশ্রী’‌, বেলাগাম শুভেন্দু পদবী নিয়ে বিতর্কের মাঝেই ত্রিপুরায় মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী কলকাতায় নয়া রেকর্ড গড়ল সোনা, ৭০ হাজার ছুঁইছুঁই হলুদ ধাতুর দাম চিনে নিন KKR-এর ১৬ বছর বয়সী রহস্য স্পিনার গজনফরকে, দেখুন চমকপ্রদ বোলিংয়ের ভিডিয়ো ‘‌অভিষেক বন্দ্যোপাধ্যায় চাপে আছেন’‌, প্রার্থী দিতে না পেরেও দাবি করলেন দিলীপ প্রযোজকরা বলেছিলেন ভারতীয় দর্শক টিভিতে গর্ভবতী মহিলাদের দেখতে অপছন্দ করেন: মিনি নতুন দুলহানিয়া হচ্ছেন জাহ্নবী, ‘সানি কতটা সংস্কারি’ এবার সেই আপডেট দিলেন বরুণ সিএএ ইস্যু ব্যুমেরাং হতে পারে, চাপে পড়ে ইস্যু বদল করল বিজেপি, প্রচারে এল কী? বাংলায় এখনও ঝুলে জোট, বিহারে RJD-র সঙ্গে হাত মিলিয়ে লড়ছে বাম-কংগ্রেস, কত আসনে? নির্মাণ সংস্থায় বেআইনি লেনদেন, আয়কর স্ক্যানারে ৫০০ তৃণমূল নেতা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.