নাগাড়ে বৃষ্টি এবং ডিভিসির অতিরিক্ত জল ছাড়ার ফলে এখনও দক্ষিণবঙ্গের বহু জেলা প্লাবিত। বানভাসী পরিস্থিতিতে কৃষকদের ফসল নষ্ট হয়ে গিয়েছে। তার জেরে এখন শহরে সবজির দাম অত্যন্ত চড়া। সব সবজিরই দাম বৃদ্ধি পেয়েছে ২০ থেকে ৩০ টাকা। এই আবহে গ্রামবাংলায় পা রেখে বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়া, হুগলি থেকে শুরু করে কেশপুর, ঘাটাল এবং পাঁশকুড়ায় যান মুখ্যমন্ত্রী। আগামী দু’বছরের মধ্যে ঘাটাল মাস্টারপ্ল্যান কার্যকরি করার বিষয়ে তিনি মানুষকে জানিয়ে আসেন। আর এবার এই বিষয়টি নিয়েই নাম না করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায়।
কেন্দ্রীয় সরকারকে বারবার বলেও ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ করানো যায়নি বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। তাই লোকসভা নির্বাচনের প্রাক্কালে ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে অভিনেতা দেবকে সঙ্গে নিয়ে আরামবাগ থেকে ঘোষণা করে ছিলেন ঘাটাল মাস্টারপ্ল্যান রাজ্য সরকার করবে। সেই কথা অনুযায়ী লোকসভা নির্বাচনের ঠিক পরেই ঘাটালে মাপজোক শুরু করে দেয় রাজ্য সেচ দফতর। এবারও এই বানভাসী পরিস্থিতি দেখতে এসেছিলেন সাংসদ দেব। আর মানুষজনকে আশ্রয় শিবিরে নিয়ে যাওয়া হয়েছে কিনা, ত্রাণ সবাই পেয়েছে কিনা এবং পর্যাপ্ত খাবার আছে কিনা তা নিয়ে খোঁজ নেন। এবার এই ঘাটাল মাস্টারপ্ল্যান করার বিষয়ে রাজ্য সরকারকে নাম না করে এক্স হ্যান্ডেলে কটাক্ষ করলেন তথাগত রায়।
তবে এখানেই শেষ নয়, বাংলার বুকে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের ইস্পাত শিল্প করার কথা রয়েছে। তা নিয়ে ঘোষণাও হয়েছিল। তবে এই বিষয়ে কাজ অত্যন্ত মন্থর গতিতে চলছে বলে অনেকের অভিযোগ। এই ইস্পাত শিল্প কবে হবে? তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। এবার সেটাকেও কটাক্ষ করলেন প্রাক্তন ত্রিপুরা মেঘালয় রাজ্যের রাজ্যপাল তথাগত রায়। একদিকে ঘাটাল মাস্টারপ্ল্যান অপরদিকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কারখানা এই দুই নিয়ে আজ, রবিবার এক্স হ্যান্ডেলে খোঁচা দিয়েছেন তথাগত। আর তা নিয়ে এখন রাজ্য–রাজনীতি সরগরম।
আরও পড়ুন: দুর্গাপুজোর প্রাক্কালে সবজির বাজারদরে নাভিশ্বাস মধ্যবিত্তের, ডিভিসির জলে পচন ফসলে
ঘাটাল মাস্টারপ্ল্যানে যে টাকা লাগবে তা রাজ্য সরকারই দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে। সৌরভের শিল্পকারখানা গড়ে উঠলে বাংলার ছেলেমেয়েদের কর্মসংস্থান হবে। সেখানে এক্স হ্যান্ডেলে তথাগত রায় লেখেন, ‘দুটো বিষয়ে কৌতূহল আমার চিতায় ওঠা পর্যন্ত থেকে যাবে। ১। ঘাটাল মাস্টার প্ল্যান। ২। সৌরভের লোহালক্কড় কারখানা।’ তবে এই পোস্ট করতেই নেটপাড়ার সদস্যরা তথাগত রায়কে ধুয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া একগুচ্ছ প্রতিশ্রুতি এবং কেন্দ্রীয় সরকারের একাধিক কাজ নিয়ে তোপ দেগেছেন নেটাগরিকরা।