বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ‘‌যোগ্যতমের নাম শুভেন্দু অধিকারী’‌, বাকি নেতাদের পিছনে ঠেলে দিলেন তথাগত রায়

‘‌যোগ্যতমের নাম শুভেন্দু অধিকারী’‌, বাকি নেতাদের পিছনে ঠেলে দিলেন তথাগত রায়

শুভেন্দু অধিকারী–তথাগত রায়।

সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী হয়ে যাওয়ায় বঙ্গ–বিজেপিকে তেমন সময় দিতে পারেন না। এবার নতুন বিজেপির রাজ্য সভাপতি বেছে নিতে হবে। এই আবহে শুভেন্দুর নাম ভাসিয়ে দিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বার্তা দিলেন তথাগত। শিশির অধিকারীর সঙ্গে তথাগত রায়ের ভাল সম্পর্ক। সেই রসায়ন কাজ করল কিনা সেটাও ভাবাচ্ছে।

একুশের নির্বাচনের পর বিজেপি কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে পড়েছে বলে খোঁচা দিয়ে ছিলেন বর্ষীয়ান নেতা তথাগত রায়। দলের মধ্যে কয়েকজন নেতার জন্যই বিজেপির এমন পরাজয় বলে দুষে ছিলেন মেঘালয়–ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল। দিলীপ ঘোষ থেকে শুরু করে কৈলাস বিজয়বর্গীয় সকলকেই তুলোধনা করেছেন। সুকান্ত মজুমদার নেতা হলেও অভিজ্ঞতা কম বলে মনে করেন একদা রাজ্য বিজেপির সভাপতি। এবার ফেসবুকে করলেন নতুন একটি পোস্ট। যা বঙ্গ–বিজেপির অন্দরে মুষলপর্ব লাগিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। যেখানে তথাগত রায় সরাসরি বার্তা দিয়েছেন, রাজ্য সভাপতি হওয়ার ক্ষেত্রে সুকান্ত মজুমদার বা দিলীপ ঘোষকে নয়, যোগ্যতম শুভেন্দু অধিকারীই। আর তা নিয়ে বিতর্কের সূত্রপাত। যদিও বঙ্গ–বিজেপিতে দিলীপ ঘোষের অবদান অস্বীকার কেউ করেন না।

আজ, বৃহস্পতিবার ফেসবুকে একটি পোস্ট করেন তথাগত রায়। আর খুব সুচারুভাবে শুভেন্দু অধিকারীর প্রশংসা করেন। যিনি একদা বলেছিলেন, তৃণমূল কংগ্রেসের পচা জিনিস বিজেপি কাজে লাগিয়েছে। আর তার জেরেই এমন ফলাফল হয়েছে। সেই পচা জিনিসের তালিকায় তখন শুভেন্দু অধিকারীও ছিলেন। এখন সামনেই ৬টি উপনির্বাচন হওয়া কেন্দ্রের ফলাফল প্রকাশ হবে। মাঝে আর একদিন বাকি। ঠিক তার আগে শুভেন্দু অধিকারীর পক্ষ নিয়ে তথাগত রায়ের ব্যাট করা বেশ তাৎপর্যপূর্ণ। বাংলায় সংগঠন তলানিতে, সব ক্ষেত্রেই উঠে এসেছে ব্যর্থতা, রাজ্য নেতৃত্বে রদবদল করেও ফলাফল একই এবং এখন এক কোটি সদস্য সংখ্যা পূরণ থেকে বহু দূরে রয়েছে বঙ্গ–বিজেপি। তারপরও কোন অঙ্কে শুভেন্দু যোগ্যতম?‌ উঠছে প্রশ্ন।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এগিয়ে রাখা নিয়ে বেশ কয়েকটি যুক্তি দিয়েছেন তথাগত রায়। ফেসবুক পোস্টা তা তুলে ধরেছেন। তিনি লিখেছেন, ‘প্রথম, শুভেন্দু স্বয়ং মমতাকে হারিয়েছেন। ফলে মমতা কম্পার্টমেন্টাল পরীক্ষা দিয়ে মুখ্যমন্ত্রী হতে বাধ্য হয়েছেন। দ্বিতীয়, শুভেন্দুর রাজনৈতিক অভিজ্ঞতা সুকান্ত এবং দিলীপের চাইতে অনেক দীর্ঘ। ২০০৭ সালে নন্দীগ্রাম আন্দোলন দিয়ে তাঁর হাতেখড়ি। তৃতীয়, শুভেন্দু যেরকম স্পষ্ট ভাষায় মমতাকে চোর বলেন, হিন্দু একীকরণের কথা বলেন, এবং রাজ্য চষে বেড়ান, সেরকম অন্য কেউই পারেন না বা করেন না। সংস্কারের উপর একজন খুব জোর দিয়েছেন। সংস্কার ঠিকই আছে, কিন্তু ব্যবহারিক রাজনীতিতে এর স্থান সীমিত। সুতরাং, দোষগুণ বিচার করে পশ্চিমবঙ্গ বিজেপিকে নেতৃত্ব দেবার জন্য যোগ্যতর আর কেউ নেই।’

আরও পড়ুন:‌ মেট্রোর দরজার বাইরে অনেকটা অংশ ফাঁকা, কালীঘাট স্টেশনে গার্ড রেল বসানো বন্ধ

সুকান্ত মজুমদার এখন কেন্দ্রীয় মন্ত্রী হয়ে যাওয়ায় বঙ্গ–বিজেপিকে তেমন সময় দিতে পারেন না। তাঁর মেয়াদও শেষ। এবার নতুন বিজেপির রাজ্য সভাপতি বেছে নিতে হবে। এই আবহে শুভেন্দুর নাম ভাসিয়ে দিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বার্তা দিলেন তথাগত রায়। আবার শিশির অধিকারীর সঙ্গে তথাগত রায়ের ভাল সম্পর্ক। সেই রসায়ন কাজ করল কিনা সেটাও অনেককে ভাবাচ্ছে। তবে ফেসবুক পোস্টের শেষে তথাগত রায় আর একটি লাইন লিখেছেন। তাঁর লেখা, ‘‌শেষে একটা কথা। যদি কুণাল বা তৃণমূলের অন্য কোন মাল কোন একজন বিজেপি নেতার হয়ে ওকালতি করে, তবে বুঝতে হবে, ডালমে কুছ কালা হ্যায়।’‌

বাংলার মুখ খবর

Latest News

CBI-এর ১০৪ প্রশ্নের ৫৬টিরই জবাব দেয়নি সঞ্জয়, কাল হল একটিমাত্র স্বীকারোক্তি! লাফিয়ে কমল ২৮ কেজি, এইভাবে মাংসের ঝোল খেয়েই মেদ ঝরালেন যুবতী 'খোলা জায়গাতেও যে দমবন্ধ লাগতে পারে সেটা সৃজিত দেখাল', কেন এমন বললেন অনির্বাণ? অবিশ্বাস্য কামব্যাক! বেনফিকার বিরুদ্ধে দুই গোলে পিছিয়েও জয় বার্সার নাকে সেপ্টাম, খোলা চুলে জড়ানো ফুলের মালা! দেশি লুকে নেশা ধরালেন অনন্যা ওঁকে একটু সময় দেওয়া প্রয়োজন, গম্ভীরের হয়ে ব্যাট ধরলেন সিএবি সভাপতি 'ইমামদের হাতে দাঙ্গার রেগুলেটর আছে, বার্তা দিতে চাইছেন মুখ্যমন্ত্রী' শাহরুখের মন্নতে ঢোকার ছক কষে ফেলেছিলেন সইফের বাংলাদেশি হামলাকারী, আনেন লোহার মই MI-এ অধিনায়ক হার্দিক, ভারতীয় দলে ভাইস ক্যাপ্টেনও নয়, জটিল সমীকরণ নিয়ে অকপট সূর্য ট্রাম্পের ‘ছোট’ দাবি মেনে ‘আসল’ কাজ করানোর চাল মোদীর? লাভ হতে পারে ভারতীয়দের

IPL 2025 News in Bangla

MI-এ অধিনায়ক হার্দিক, ভারতীয় দলে ভাইস ক্যাপ্টেনও নয়, জটিল সমীকরণ নিয়ে অকপট সূর্য ECB-র নতুন NOC নিয়ম IPL-এর পক্ষে! ভিন্সের মতে সমস্যায় পড়বে লাল বলের ক্রিকেট ওরা আমাকে ক্রিকেট খেলতে বাধ্য করবে: বাইশ গজে ফিরতে চলেছেন এবি ডি ভিলিয়ার্স! LSG captaincy Event: ঘণ্টা খানেক দেরিতে পৌঁছালেন পন্ত! ক্ষমা চাইলেন গোয়েঙ্কা LSG-তে এত বাঁহাতি ব্যাটার! দল কি সমস্যায় পড়বে? টিমের কৌশল ফাঁস করলেন জাহির খান কীভাবে ছন্দে ফিরবেন পৃথ্বী শ? বন্ধুর জন্য শ্রেয়স আইয়ারের বিশেষ পরামর্শ শুরু করেছেন জীবনের দ্বিতীয় ইনিংস! এরই মধ্যে বাবাকে বড় উপহার রিঙ্কু সিংয়ের… মহিলাদের অ্যাসেজ দখলে রাখল অস্ট্রেলিয়া! প্রথম T20তে ইংল্যান্ডকে হারাল ৫৭ রানে ২ ইনিংসে ২বারই রানআউট! বিরক্ত কার্তিক বলছেন, ‘রান আউটের সঙ্গেই আমার লাভ স্টোরি…’ ‘মাহি ভাই বলত প্রসেস ফলো করতে, LSGতেও…’ অধিনায়ক হিসেবে প্রথম টার্গেট বললেন পন্ত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.