বিজেপির বাংলা দখলের স্বপ্ন বহুদিনের। তাই ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ১৮টি আসন পাওয়ার পর থেকে তার জন্য উঠে পড়ে লেগেছিল। কিন্তু একুশের বিধানসভা নির্বাচনে সর্বশক্তি প্রয়োগ করেও তা সম্ভব হয়নি বিজেপির। ৭৭টি আসনে আটকে যায় ২০০ পার করার হুঙ্কার। তারপর থেকে একটি নির্বাচনেও বাংলায় জেতেনি বিজেপি। পুরসভা, পঞ্চায়েত, লোকসভা, উপনির্বাচন, সমবায় নির্বাচন—সবেতেই বিজেপিকে পরাজয় মেনে নিতে হয়েছে। এবার আবার ২০২৬ সালে বাংলায় বিধানসভা নির্বাচন আছে। তার জন্য এখন থেকেই বলা হচ্ছে, বাংলার ক্ষমতা দখল করবে তারা। বিজেপি নেতা বিক্রমপ্রতাপ সিংয়ের দাবি, খুব শীঘ্রই বাংলাও বিজেপির দখলে আসবে। যার কড়া জবাব দিয়েছেন তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। যা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে।
কে এই বিক্রমপ্রতাপ সিং? এই বিক্রমপ্রতাপ সিং একজন বিজেপির রাজনীতিবিদ। হিন্দু বলে নিজেকে গর্বিত মনে করেন। তিনি মোদী ভক্ত, পশুপ্রেমী–সহ আরও অনেক কিছু। তিনি এবার এক্স হ্যান্ডেলে বাংলা দখলে আসার কথা ফলাও করে দাবি করেছেন। আর তারপরই কড়া জবাব এসেছে দেবাংশু ভট্টাচার্যের কাছ থেকে। কদিন আগে এই রাজ্যে এসেছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনিও দাবি করেছিলেন, ২০২৬ সালে বিধানসভা নির্বাচনে বিজেপি জিতে বাংলায় ক্ষমতায় আসবে। সেখানে একজন বিজেপির নেতা তো এমন দাবি করবে সেটাই দস্তুর। তবে পাল্টা যে জবাব পেয়েছেন তিনি তাতে আর নেটপাড়ায় বেশি সময় নষ্ট করেননি।
ঠিক কী লেখা হয়েছে এক্স হ্যান্ডেলে? এই বিক্রমপ্রতাপ সিং প্রথমে নিজের এক্স হ্যান্ডলে বাংলা নিয়ে লেখেন। এমনকী সেটা দখল করা যে সময়ের অপেক্ষা সেটাও তুলে ধরেন। বিক্রমপ্রতাপ সিং এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘এনডিএ এখন ২১টি রাজ্যে আছে। আশা করছি বাংলা এবং তামিলনাড়ু খুব শীঘ্রই যুক্ত হবে এনডিএ’তে। কর্নাটক নিশ্চিন্ত। হিমাচল প্রদেশও নিশ্চিন্ত। কংগ্রেস মুক্ত ভারত থেকে আমরা বেশি দূরে নেই।’ পাল্টা কড়া জবাব এসেছে দেবাংশু ভট্টাচার্যের কাছ থেকে এক্স হ্যান্ডেলেই। যেখানে এই বিক্রমপ্রতাপ সিংকে উদ্দেশ্য করে দেবাংশু লেখেন, ‘বাংলা বিস্কুটের প্যাকেট নয় যে আপনার কিটি বাবুসোনা রাখবে! মোদী মার্কিন যুক্তরাষ্ট্রে বা এমনকী প্লুটোর নেপচুনেও সরকার গঠন করতে পারে। কিন্তু দিদি এখানে থাকা পর্যন্ত বাংলা আপনার জন্য সবসময় স্বপ্ন হয়ে থাকবে।’
আরও পড়ুন: ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ অর্পিতা, কীসের টাকা রাখবেন?
আর কী জানা যাচ্ছে? কদিন আগে বিধানসভার অধিবেশন–পর্ব শেষ হতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ দাবি করেছিলেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় আসবে। দুই তৃতীয়াংশ জনমত নিয়ে ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেসই। এই জবাব ছিল ধর্মেন্দ্র প্রধানের বক্তব্যের প্রেক্ষিতে। এবার দেবাংশু কড়া জবাব দিল বিক্রমপ্রতাপ সিংয়ের মন্তব্যের প্রেক্ষিতে। ২০২৬ সাল এখন পড়েনি। প্রায় ১০ মাস বাকি নতুন বছর আসতে। কিন্তু তার একবছর আগে থেকেই একপক্ষের দখল করার দাবি অপরপক্ষের তা প্রতিরোধ করার বার্তায় সরগরম হয়ে উঠেছে রাজ্য–রাজনীতি।