বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > যৌন হেনস্থার অভিযোগে আগাম জামিনের আবেদন নিয়ে হাইকোর্টে কৈলাসরা

যৌন হেনস্থার অভিযোগে আগাম জামিনের আবেদন নিয়ে হাইকোর্টে কৈলাসরা

কলকাতা হাইকোর্ট। (ফাইল ছবি, সৌজন্য কলকাতা হাইকোর্ট)

২০১৮ সালে বিজেপির তিন নেতা কৈলাস বিজবর্গীয়, প্রদীপ জোশী ও জিষ্ণু বসুর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন দলেরই এক নেত্রী।

যৌন হেনস্থার মামলায় গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মন্ত্রী তথা পশ্চিমবঙ্গ বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়সহ ৩ নেতা। তাঁদের আবেদন গ্রহণ করেছেন কলকাতা হাইকোর্টের নবনিযুক্ত প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। চলতি সপ্তাহেই অবকাশকালীন বেঞ্চে আবেদনের শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আদালতসূত্রে জানা গিয়েছে।

২০১৮ সালে বিজেপির তিন নেতা কৈলাস বিজবর্গীয়, প্রদীপ জোশী ও জিষ্ণু বসুর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন দলেরই এক নেত্রী। সেই মামলায় গ্রেফতারির হাত থেকে বাঁচতে মঙ্গলবার আদালতের দ্বারস্থ হলেন কৈলাসরা। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে পশ্চিমবঙ্গে আর তেমন একটা দেখা যায়নি কৈলাসকে। তবে এই মামলায় পুলিশ তাঁকে গ্রেফতার করতে পারে বলে আশঙ্কা রয়েছে।

বলে রাখি, সোমবারই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিয়েছেন মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।

 

বন্ধ করুন