বঙ্গ–বিজেপির ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার ভরপুর সমস্যা দেখা দিয়েছে। আর তা নিয়ে এখন তোলপাড় কলকাতা থেকে নয়াদিল্লি। সূত্রের খবর, রাজ্য বিজেপির ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কে। সেখান থেকে টাকা তোলা বন্ধ করে দিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। আর তাতেই মাথায় বাজ পড়েছে বঙ্গ–বিজেপির নেতাদের। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে নয়াদিল্লিতে কেন্দ্রীয় নেতাদের কাছে খবর গিয়েছে।
বিষয়টি ঠিক কী ঘটেছে? বিজেপির একটি সূত্র জানাচ্ছে, রাজ্য বিজেপির পিএনবি অ্যাকাউন্ট থেকে বুধবার এবং বৃহস্পতিবার টাকা তোলার সময় এমন ঘটনা ঘটেছে। টাকা তোলা যাবে না বলে ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে। বিজেপি নেতাদের এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক জানিয়ে দেয়, এখন টাকা তোলা যাবে না। তখন দলের শীর্ষ নেতারা খোঁজ নিতে গিয়ে জানতে পারেন, ব্যাঙ্কে ৫০ কোটি টাকা ওভারড্রাফটের সীমা ছাড়িয়ে গিয়েছে। তাই আর টাকা তোলা যাবে না।
আর কী জানা যাচ্ছে? এই বিষয়টি নিয়ে জানার জন্য আরও দুই শীর্ষ নেতা ফোন করেন। তখন ব্যাঙ্ক কর্তৃপক্ষ এই ওভারড্রাফটের কথা জানিয়ে দেয়। এমন উত্তর পেয়ে তাঁরাও চমকে ওঠেন। তখন বিষয়টা নয়াদিল্লিতে কেন্দ্রীয় নেতা বি এল সন্তোষ–সহ আরও কয়েকজনকে জানিয়ে দেন তাঁরা। পরিস্থিতি বেগতিক দেখে নয়াদিল্লি কথা বলতে ফোন করে ব্যাঙ্কে। ব্যাঙ্ক শীর্ষ নেতাদেরও জানিয়ে দেয়, একটি বড় পরিমাণ ওভারড্রাফট হয়ে আছে। সেটি পূরণ করতে বলা হয়েছে। তা না হলে টাকা তোলা যাবে না বলে সূত্রের খবর।
ওভারড্রাফট বিষয়টি ঠিক কী? ব্যাঙ্কে কোনও সংস্থার ধার করে টাকা তোলার একটি সীমা থাকে। সেই পরিমাণ টাকার সীমা অতিক্রম করে গেলে বিষয়টিকে বলা হয় ওভারড্রাফট হয়ে যাওয়া। অর্থাৎ সীমা পেরিয়ে যাওয়া। যদি ৪০ কোটি টাকা তোলার সীমা থাকে সেটি ৫০ কোটি টাকা হয়ে যাওয়া মানে সীমা পেরিয়ে যাওয়া। তখন এই টাকা শোধ না দেওয়া পর্যন্ত ব্যাঙ্ক আর টাকা তুলতে দেয় না। বিজেপির ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে বলে সূত্রের খবর। এই পরিস্থিতিতে কোন জেলা, কোন শাখায় কত খরচ হয়েছে থেকে শুরু করে সেখানে কোন কর্মসূচি হয়েছে, সাংগঠনিক অবস্থা কেমন, সবকিছুর খোঁজ নিচ্ছে এখন নয়াদিল্লি।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup