বিজেপির সাংগঠনিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অনুপস্থিতি ঘিরে নতুন করে বিতর্ক মাথাচাড়া দিয়েছে। আর তারই মধ্যে আগুনে ঘি ঢেলেছে সুকান্ত মজুমদারের মন্তব্য। মঙ্গলবার কলকাতায় পাঁচতারা হোটেলে বিজেপির সাংগঠনিক বৈঠকে শুভেন্দুবাবুর অনুপস্থিতি নিয়ে সুকান্তবাবু বলেন, ‘উনি রাজ্যের ব্যস্ততম নেতা। ওনার অনেক কর্মসূচি থাকে। অত সময় পাবেন কোথায়?’ শুভেন্দুবাবুর লাগাতার দলীয় বৈঠকে অনুপস্থিতি ও সুকান্তবাবুর মন্তব্য নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। বিষয়টিকে হালকাভাবে দেখতে নারাজ অনেকেই। তাদের মতে, তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে আপাতত বিজেপিকেই মঞ্চ হিসাবে বেছে নিলেও শুভেন্দু অধিকারীর রয়েছে অন্য পরিকল্পনা। যা প্রকাশ্যে আসতে পারে ২০২৬এর বিধানসভা নির্বাচনের পর।
শুভেন্দুবাবুর ঘনিষ্ঠ বৃত্তের নেতাদের একাংশ বলছেন, রাজ্য বিজপিতে শুভেন্দু অধিকারীর সমান বা কাছাকাছি অভিজ্ঞতা সম্পন্ন নেতা নেই বললেই চলে। ফলে তাদের সঙ্গে অনেক ক্ষেত্রেই সহমত হন না তিনি। এছাড়া শুভেন্দুবাবু মাঠে ময়দানে রাজনীতি করতে পছন্দ করেন। নিচুতলার কর্মীদের পাশে থাকা তাঁর প্রথম প্রাধাণ্য। মঙ্গলবার যখন বিজেপির সাংগঠনিক বৈঠক চলছিল তখন মেদিনীপুরে চিকিৎসকদের সাসপেনশন তোলার দাবিতে মিছিল করছিলেন তিনি। বিজেপির পাঁচতারা হোটেলে বৈঠকের কায়দায় অনভ্যস্থ শুভেন্দু। তার থেকে স্থানীয় পার্টি অফিস বা দলীয় কর্মীর বৈঠকে বেশি স্বচ্ছন্দ বিরোধী দলনেতা। এছাড়া পাঁচতারা হোটেলে দলের বৈঠক হলে জনমানসে ভুল বার্তা যায় বলেও মনে করেন তিনি। সেজন্যই বারবার বিজেপির বৈঠক এড়াতে দেখা যায় তাঁকে।
সূত্রের খবর, রাজ্য বিজেপির নেতাদের একাংশের কাজ কর্মে মোটেও খুশি নন শুভেন্দুবাবু। তাদের দিল্লির বলে বলীয়ান বলে মনে করেন তিনি। দিল্লিতে ক্ষমতায় থাকার সুবিধা নিয়ে তাদের শরীরে মেদ জমে গিয়েছে বলে মনে করেন শুভেন্দুবাবু। তাই তাদের এড়িয়ে চলেন বিরোধী দলনেতা।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ২০২৬এর বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় না এলে বড় পদক্ষেপ করতে পারেন শুভেন্দু অধিকারী। সেক্ষেত্রে বিজেপি ছেড়ে নিজের আলাদা দল গড়তে পারেন তিনি। যে দলে যোগ দিতে পারেন বিজেপি ও তৃণমূলের বেশ কয়েকজন প্রভাবশালী নেতা। মেদিনীপুরসহ রাঢ়বঙ্গকে হাতের তালুর মতো চেনেন শুভেন্দু অধিকারী। তৃণমূলে থাকাকালীন মুর্শিদাবাদ ও মালদার পর্যবেক্ষক ছিলেন তিনি। ফলে দক্ষিণবঙ্গের বড় অংশে শুভেন্দুবাবুর প্রভাব রয়েছে বলে মনে করছেন তাঁরা। সেই প্রভাবকে কাজে লাগিয়ে নতুন দল গড়ে লড়াইয়ে নামতে পারেন শুভেন্দু।