বিধানসভার অলিন্দে রাজ্যের মন্ত্রীর সঙ্গে বিজেপি বিধায়কের আলাপচারিতায় ছড়াল গুঞ্জন। তবে কি ফের ভাঙন ধরতে চলেছে রাজ্য বিজেপিতে। বুধবার বিধানসভায় মহিলাদের ওপর অত্যাচার নিয়ে বিজেপির মুলতুবি প্রস্তাব নিয়ে যখন ধুন্ধুমার চলছে তখনই একান্ত আলাপচারিতায় মগ্ন দেখা যায় রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না ও বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারককে। যদিও বিশ্বনাথবাবুর দাবি, নিজের এলাকার উন্নয়ন নিয়ে মন্ত্রীর সঙ্গে কথা বলছিলেন তিনি।
আরও পড়ুন - বাকিরা ওয়াক আউট করলেও বিধানসভায় মন্ত্রীর সঙ্গে আলোচনায় মগ্ন BJP বিধায়ক
পড়তে থাকুন - আবাসের ঘরে হোম স্টে, টাকিতে দুর্নীতির দায় ঝাড়তে মরিয়া চেষ্টা পুরপ্রধানের
রাজ্য রাজনীতিতে সৌজন্য বা শাসক বিরোধী একজোট হয়ে সাধারণ মানুষের জন্য কাজ করার অধ্যায় ইতিহাসের পাতায় চলে গিয়েছে বহুদিন। তাই শাসকদলের নেতার সঙ্গে বিরোধী দলের নেতাকে আলোচনা করতে দেখলে সক্রিয় হয়ে ওঠে বিভিন্ন জল্পনা। বুধবার বিধানসভার অলিন্দে বেচারামের সঙ্গে বিশ্বনাথ কারককে একান্তে আলোচনা করতে দেখে তেমনটাই হয়েছে। তবে বাকি বিজেপি বিধায়করা ওয়াক আউট করে বেরিয়ে গেলেও বিশ্বনাথবাবুর এই আচরণকে ভালো ভাবে নেয়নি দল।
গোঘাট পশ্চিমের বিধায়ক বিশ্বনাথবাবু বলেন, ‘বেচারাম মান্না আমার একলাকায় একটি রাস্তা তৈরির ব্যাপারে সাহায্য করেছিলেন। সেব্যাপারেই কথা বলতে আমাকে ডাকেন তিনি। সৌজন্য বলে তো একটা ব্যাপার আছে। কেউ ডাকলে কি কথা বলব না?’
আরও পড়ুন - হিলি দিয়ে বাংলাদেশে পেঁয়াজ ও আলু রফতানি বন্ধ, সীমান্তে দাঁড়িয়ে শ'য়ে শ'য়ে ট্রাক
বিধানসভায় বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক শংকর ঘোষ বলেন, ‘এরকম যদি হয়ে থাকে তাহলে ঠিক হয়নি। আমি খোঁজ নেব। এরকম ঘটনা অনভিপ্রেত।’