লোকসভা নির্বাচন এবং চার বিধানসভার উপনির্বাচনের পর নয়াদিল্লি পাড়ি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। লোকসভা নির্বাচনে বাংলায় ভরাডুবি হয়েছে বিজেপির। আর উপনির্বাচন সবে বুধবার মিটেছে। ফল ঘোষণা হবে ১৩ জুলাই। এই আবহে বাংলায ঘটে যাওয়া গণপিটুনি এবং হিংসার ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে নালিশ ঠুকলেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই কয়েকটি ভিডিয়ো ভাইরালও হয়েছে। যা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা ডিজিটাল। আর এইসব ঘটনায় নাম জড়িয়েছে তৃণমূল কংগ্রেসের বলে শুভেন্দুর দাবি। তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে নালিশ ঠুকলেন শুভেন্দু অধিকারী।
আজ, বৃহস্পতিবার ৪৫ মিনিট অমিত শাহের বাসভবনে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। তাঁকে একটি পেনড্রাইভ দেন শুভেন্দু। সেখানে বেশ কয়েকটি ভিডিয়ো আছে গণপিটুনির এবং হিংসার। চোপড়া থেকে কামারহাটির ঘটনা নিয়ে শাহকে রিপোর্ট জমা দিয়েছেন শুভেন্দু। যে সব গণপিটুনির ঘটনা সামনে এসেছে, তার ভিডিয়ো ফুটেজও শাহকে দিয়েছেন শুভেন্দু। তবে এছাড়া অনেক বিষয়ে আলোচনা হয়েছে তাঁদের মধ্যে বলে সূত্রের খবর। যা খোলসা করেননি শুভেন্দু। তবে এই বৈঠক এবং বাংলা নিয়ে যে অভিযোগ তিনি করেছেন সেটা নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন শান্তিকুঞ্জের বাসিন্দা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভা নির্বাচনের প্রচারে বাংলায় বেশি এলেও অমিত শাহ খুব একটা আসেননি। তবে যেটুকু সময়ে এসেছিলেন তখন শুভেন্দু–শাহ সাক্ষাৎও হয়েছিল। কিন্তু লোকসভা নির্বাচনে বাংলায় ধরাশায়ী হওয়ার পর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে কেউ বাংলায় আসেননি। সেখানে এতদিন পর নিজে গিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক করে নানা কথা এক্স হ্যান্ডেলে লিখেছেন শুভেন্দু। নন্দীগ্রামের বিজেপি বিধায়ক লেখেন, ‘৪৫ মিনিট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। পশ্চিমবঙ্গের গণপিটুনি ও হিংসার ঘটনা সম্পর্কে তিনি সব শুনেছেন। চোপড়ায় তৃণমূল নেতা তাজিমুল ওরফে জেসিবি এবং কামারহাটি–আড়িয়াদহে জয়ন্ত সিংয়ের অত্যাচার তাঁকে জানিয়েছি।’
আরও পড়ুন: চলন্ত ট্রেন থেকে হাত ফসকে পড়ে যান যাত্রী, মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেন কনস্টেবল
এছাড়া আজ বৃহস্পতিবার শাহ–শুভেন্দু বৈঠক বিজেপির কাছে গুরুত্বপূর্ণ। সেখানে ভোটের ফল এবং অন্যান্য সাংগঠনিক বিষয় নিয়ে শাহের সঙ্গে তিনি কথা বলেছেন বলে সূত্রের খবর। ভোট পরবর্তী হিংসার ঘটনা নিয়েও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নালিশ করেছেন শুভেন্দু অধিকারী। এক্স হষান্ডেলে শুভেন্দু অধিকারী লিখেছেন, ‘কোচবিহার, মুর্শিদাবাদ–সহ একাধিক জায়গায় পরপর অত্যাচারের ঘটনা ঘটেছে। নারী নির্যাতন থেকে শুরু করে বোমাবাজির ঘটনায় সাধারণ মানুষ আতঙ্কিত। অমিত শাহজি মন দিয়ে শুনেছেন এবং কেন্দ্রের পক্ষ থেকে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।’