প্রতিবারের মতো এবারও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর নেতৃত্বে উলুবেড়িয়ায় বিজেপির মিছিল হওয়ার কথা। কিন্তু তাতে পুলিশ অনুমতি দিচ্ছে না বলে অভিযোগ তাঁর। আর এই অভিযোগকে সামনে রেখেই শুক্রবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর এই মিছিলের জন্য অনুমতি চাই। সামনে ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন আছে। উলুবেড়িয়ায় কোনও নির্বাচন না থাকলেও এখানে মিছিল করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নানা অভিযোগ তুলতে চান শুভেন্দু।
কিন্তু সেই মিছিলে জেলা পুলিশ অনুমতি দেয়নি বলে অভিযোগ। তাই আজ, শুক্রবার কলকাতা হাইকোর্টে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে শুভেন্দু অধিকারীর দাবি, উলুবেড়িয়ায় আগামী সোমবার অর্থাৎ ২১ অক্টোবর মিছিল করার অনুমতি তাঁদের কোনভাবেই দেওয়া হচ্ছে না। সেই অনুমতি পেতেই আবেদন করা হচ্ছে। সূত্রের খবর, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এই মামলা করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্টের পুজো অবকাশকালীন বিশেষ বেঞ্চ। আজ দুপুর ২টোয নাগাদ মামলার শুনানি হওয়ার কথা আছে।
আরও পড়ুন: কুণাল–নারায়ণের বৈঠকের নেপথ্য কারণ কী? এক্স হ্যান্ডেলে বিরাট তথ্য বিজেপি নেতার
এখন জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলছে। তাই সেখানে যাতে কোনও অঘটন না ঘটে তার জন্য বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। ধর্মতলায় আমরণ অনশন করছেন তাঁরা। আর বিজেপির এই মিছিলে যোগ দিতে নেতা–কর্মী–সমর্থকরা আসবেন ওই ধর্মতলার উপর দিয়ে। ফলে সমস্যা তৈরি হতে পারে। আজ বিকেলেই সিঙ্গুরে মৌন মিছিল করার কথা আছে বিজেপির। রতন টাটার প্রয়াণের পর তাঁকে শ্রদ্ধা জানাতে আজ তাঁর ছবি নিয়ে মিছিলের পরিকল্পনা করেছে বিজেপি। সিঙ্গুর আন্দোলনের কথা এবং টাটাকে তাড়িয়ে দেওয়ার পিছনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘জঘন্য রাজনীতি’ আছে বলে কাঠগড়ায় তুলেছেন শুভেন্দু।
আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে। তারপর থেকেই রাজ্যজুড়ে নানা আন্দোলন চলতে দেখা গিয়েছে। মিটিং মিছিলও কম হয়নি। তাতে চাপ বেড়েছে পুলিশের উপর। তাই আর বাড়তি মিছিল হোক চায় না পুলিশ। তাই অনুমতি দেয়নি। কিন্তু নির্যাতিতার সুবিচারের দাবিতে রাজ্য সরকারের উপর লাগাতার চাপ বাড়াতে চায় বিজেপি। যদিও মামলাটি এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। তার মধ্যেই কখনও দলীয় পতাকা হাতে আবার কখনও নাগরিক সমাজের নামে মিছিলের আয়োজন করেছেন শুভেন্দু বলে অভিযোগ। এবার ২১ অক্টোবর উলুবেড়িয়ায় মিছিল করতে চেয়ে কলকাতা হাইকোর্টে গেলেন বিরোধী দলনেতা।