বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > BJP: বিজেপির প্রশিক্ষণ শিবিরে অনুপস্থিত চার মন্ত্রী–দুই সাংসদ, বৈদিক ভিলেজে আলোড়ন

BJP: বিজেপির প্রশিক্ষণ শিবিরে অনুপস্থিত চার মন্ত্রী–দুই সাংসদ, বৈদিক ভিলেজে আলোড়ন

অনুপস্থিত রইলেন মোট ৬ জন বিজেপি সাংসদ। (HT_PRINT)

নিশীথ প্রামাণিক দলকে জানিয়েছেন, সোমবার বিশ্ব ক্রীড়াদিবস। তাই তাঁর ঠাসা কর্মসূচি। ফলে তাঁর পক্ষে বৈদিক ভিলেজে পড়ে থাকা সম্ভব নয়। বাকিরাও নাকি নানা কারণ দেখিয়েছেন। তবে বিজেপি এই নিয়ে মুখ খোলেনি। বঙ্গ–বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে সদ্য দায়িত্বপ্রাপ্ত সুনীল বনসলের বঙ্গ সফরের আজ প্রথম দিন।

বৈদিক ভিলেজের বৈভবের প্রশিক্ষণ শিবির চলছে। কিন্তু প্রথম দিনেই লাগল জোর ধাক্কা। কারণ এখানেই অনুপস্থিত রইলেন বাংলায় বিজেপির চার মন্ত্রী এবং দুই সাংসদ। যা নিয়ে রাজ্য–বিজেপির অন্দরে তুমুল আলোড়ন পড়ে গিয়েছে বলে সূত্রের খবর। যে প্রশিক্ষণ শিবিরে সকলের উপস্থিত থাকার কথা, সেখানেই অনুপস্থিত রইলেন মোট ৬ জন বিজেপি সাংসদ।

ঠিক কী ঘটেছে বৈদিক ভিলেজে?‌ সূত্রের খবর, আলিপুরদুয়ারের জন বারলা সেখানে যাননি। কোচবিহারের নিশীথ প্রামাণিক অনুপস্থিত ছিলেন। গরহাজির ছিলেন ডা.‌ সুভাষ সরকার। এমনকী আরও তিনজন সাংসদ সেখানে যাননি। তাঁরা হলেন, বনগাঁর শান্তনু ঠাকুর, ঝাড়গ্রামের কুনার হেমব্রম এবং বর্ধমান–দুর্গাপুরের সুরিন্দর সিং আলুওয়ালিয়া। এই নিয়ে কপালে ভাঁজ পড়েছে সুকান্ত মজুমদার–সহ বঙ্গ–বিজেপি নেতাদের।

কেন চিন্তায় পড়ল গেরুয়া শিবির?‌ উত্তরবঙ্গে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কার্যত একচ্ছত্র জয় পেয়েছিল বিজেপি। সেখান থেকেই নির্বাচিত এই দুই সাংসদকে মন্ত্রিসভার সদস্য় করা হয়। তাই তাঁদের এই প্রশিক্ষণ শিবিরে অনুপস্থিতি নতুন করে মাথাব্য়থার কারণ হয়ে দাঁড়ায়। বৈঠকে অনুপস্থিত ছিলেন বনগাঁ লোকসভা কেন্দ্রের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবিতে যখন বিজেপি সরব, ঠিক তখনই কলকাতায় দলীয় কর্মসূচিতে উত্তরবঙ্গের সাংসদের গরহাজির থাকা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। যদিও ওই ছয় সাংসদ পার্টিকে জানিয়েই বৈঠকে অনুপস্থিত থেকেছেন বলে সূত্রের খবর।

কে, কি জানিয়েছে পার্টিকে?‌ নিশীথ প্রামাণিক দলকে জানিয়েছেন, সোমবার বিশ্ব ক্রীড়াদিবস। তাই তাঁর ঠাসা কর্মসূচি। ফলে তাঁর পক্ষে বৈদিক ভিলেজে পড়ে থাকা সম্ভব নয়। বাকিরাও নাকি নানা কারণ দেখিয়েছেন। তবে বিজেপি এই নিয়ে মুখ খোলেনি। বঙ্গ–বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে সদ্য দায়িত্বপ্রাপ্ত সুনীল বনসলের বঙ্গ সফরের আজ প্রথম দিন। প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন সুনীল বনসল।

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

অনিকেতের পর ICU-তে আরও এক অনশনকারী, ‘প্রশাসন শুনতে পাচ্ছেন?’ ক্ষুব্ধ কিঞ্জল আরজি কর হাসপাতালে ঘুরপাক খাচ্ছিল সঞ্জয়, ৫৩টি সিসিটিভি ফুটেজে কী পেল সিবিআই? অনশনকারীরা মৃত্যুর দিকে…ব্রিটিশ শাসনের পর বাংলায় অন্ধকারতম সময়…মোদীকে চিঠি ফেমার জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি ২৪৭ জন বিজ্ঞানীর হরিয়ানায় নতুন বিজেপি সরকার শপথ নেবে কবে?‌ অনুষ্ঠানে আসছেন স্বয়ং প্রধানমন্ত্রী মা-কে বরণ করতে গিয়ে ফের বেসামাল কাজল! সিঁড়ি থেকে নামতে গিয়ে কী কাণ্ড ঘটালেন? বুধের তুলায় অবস্থান, এই ২ রাশির বাড়বে ব্যবসা, সম্পর্ক হবে মজবুত, পাবে মান যশ ডাক্তারদের সমাবেশের পেছনে সিপিএম! ‘মুখোশ খুলে গেল,’ বিস্ফোরক অডিও পোস্ট কুণালের ভোজ্য‌ তেলের খুচরো দাম বাড়ল অস্বাভাবিক, দুর্গাপুজোর মরশুমে নাভিশ্বাস গৃহস্থের IPL 2025-এ কি খেলবেন প্যাট কামিন্স? আসন্ন মেগা নিলামের আগে কী বললেন SRH অধিনায়ক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.