বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Nisith Pramanik: ১৫ বছর আগের চুরির মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন নিশীথ প্রামাণিক

Nisith Pramanik: ১৫ বছর আগের চুরির মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন নিশীথ প্রামাণিক

আদালতে নিশীথ প্রামাণিক। নিজস্ব ছবি

আদালতের সরকারি আইনজীবী দ্যুতিময় ভট্টাচার্য জানান, ২০০৯ সালের মে মাসে আলিপুরদুয়ার থানা এলাকায় দুজন স্বর্ণ ব্যবসায়ীর দোকান ভাঙচুর এবং লুঠপাট করার অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় নাম জড়িয়েছিল নিশীথ প্রমাণিকের। এর আগে বেশ কয়েকবার আদালত থেকে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল।

প্রায় ১৫ বছর আগের একটি চুরির মামলায় আত্মসমর্পণ করলেন কোচবিহারের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। আজ তিনি বিধাননগর এমপি, এমএলএ কোর্টে আত্মসমর্পণ করেন। পরে আদালত পাঁচ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করে। এর আগে সেই মামলায় আদালতে হাজিরা না দেওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল বিধান নগর এমপি, এমএলএ কোর্ট। শেষ পর্যন্ত আদালতের নির্দেশ মেনে তিনি আত্মসমর্পণ করেন এবং জামিন পান।

আদালতের সরকারি আইনজীবী দ্যুতিময় ভট্টাচার্য জানান, ২০০৯ সালের মে মাসে আলিপুরদুয়ার থানা এলাকায় দুজন স্বর্ণ ব্যবসায়ীর দোকান ভাঙচুর এবং লুঠপাট করার অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় নাম জড়িয়েছিল নিশীথ প্রমাণিকের। এর আগে বেশ কয়েকবার আদালত থেকে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু, তিনি হাজিরা না দেওয়াই তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি। আগামী শুনানিতে এই মামলায় চার্জ গঠন হবে। তারপর চলবে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া এবং সবশেষে মামলার রায় দেবেন বিচারক।

অন্যদিকে, এদিন এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু বিপুল সমর্থনে জয়ী হবেন বলে জানিয়েছেন নিশীথ প্রামাণিক। তিনি বলেন, ‘দ্রৌপদী মুর্মু বিপুল সমর্থন পেয়ে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হবেন এবং আগামী পাঁচ বছর তিনি খুব সফলভাবে তিনি রাষ্ট্রপতি পদে থাকবেন।’ এছাড়াও মহুয়া মৈত্র বিতর্ক প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘মা কালী বা দেবী দুর্গার প্রতি আমাদের যে আবেগ চিরকাল ধরে রয়েছে সেই আবেগই থাকবে। কারও বক্তব্যে সেই আবেগ কখনও বদলাবে না।’

বাংলার মুখ খবর

Latest News

মুজিবের পরিবর্তে ১৬বছরের আফগান স্পিনারকে নিল KKR, RR-এ প্রসিধের বদলি কেশব মহারাজ একেই বলে কর্মফল! চলন্ত ট্রেনে বয়স্ক মহিলার ক্ষতি করতে গিয়ে যা হল চোরের সঙ্গে লোকসভা নির্বাচনকে সামনে রেখে নয়া ছুটির তালিকা তৈরি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন 'আর তারকা তৈরি হচ্ছে না', দাবি কঙ্গনার, শাহরুখের সঙ্গে তুলনা টেনে বললেন কী? ঘনিষ্ঠ ভাবে রং মাখিয়ে আইনি বিপাকে দুই মেয়ে! দিতে হবে মোটা জরিমানা অক্ষয়ের সঙ্গে সম্পর্ক ভাঙতেই নিজেকে শেষ করতে যান রবিনা? গুজব উড়িয়ে বললেন কী? দেশের মাটিতে তৈরি তেজস এমকে-১এ সিরিজের যুদ্ধবিমানের প্রথম উড়ান সফল গান ছাড়া আরও একটা জিনিসের প্রতি প্য়াশন ছিল! দাদাগিরির মঞ্চে এসে ফাঁস করলেন অনীক DC-এর হয়ে প্রথম প্লেয়ার হিসেবে ১০০ ম্যাচ খেলার নজির পন্তের, পেলেন বিশেষ জার্সি বাড়িতে বসে EDর ওপর হামলায় নেতৃত্ব দিয়েছিল শাহজাহান, আদালতে বলল সিবিআই

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.