বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Samik Bhattacharya: ‘সল্টলেকে পারমাণবিক গবেষণাকেন্দ্রের বাইরেই রোহিঙ্গা, বাংলাদেশিদের ঘাঁটি’! মারাত্মক অভিযোগ শমীকের

Samik Bhattacharya: ‘সল্টলেকে পারমাণবিক গবেষণাকেন্দ্রের বাইরেই রোহিঙ্গা, বাংলাদেশিদের ঘাঁটি’! মারাত্মক অভিযোগ শমীকের

রাজ্য সরকারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ শমীক ভট্টাচার্যের (ফাইল ছবি - এএনআই)

শমীক ভট্টাচার্যের অভিযোগ, পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সরকার কেবলমাত্র ভোট ব্যাঙ্কের স্বার্থে এই অনুপ্রবেশকারীদের অবাধে দেশের অভ্যন্তরে ঢুকতে দিচ্ছে। ফলত, এই অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতের কাছে বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে।

একদিকে যখন বাংলাদেশের অন্দরেই সেদেশের কট্টরপন্থী মুসলমানদের হাতে আক্রান্ত ও অত্যাচারিত হচ্ছেন হিন্দু-সহ অন্য সংখ্যালঘু নাগরিকরা, সেই প্রেক্ষাপটে সরাসরি পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে বাংলাদেশি ও রোহিঙ্গাদের অবাধ অনুপ্রদেশ করতে দেওয়ার মতো গুরুতর অভিযোগ তুললেন রাজ্যসভার বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য।

মঙ্গলবার রাজ্যসভায় দাঁড়িয়ে তিনি অভিযোগ করেন, কলকাতা লাগোয়া বিধাননগর বা সল্টলেকে 'সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স' (এসআইএনপি) নামে যে পারমাণবিক গবেষাকেন্দ্রটি রয়েছে, তার সীমানা পাঁচিল ঘেঁষে বেশ কিছু লোকজন বেআইনিভাবে বসবাস শুরু করেছে।

শমীকের অভিযোগ, যারা ওখানে দল বেঁধে পরিবার নিয়ে থাকছে, তারা কেউই ভারতীয় নয়। আদতে তারা সকলেই বাংলাদেশ ও মায়ানমার থেকে উৎখাত হয়ে আসা লোকজন। এদের মধ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা যেমন রয়েছে, তেমনই রয়েছে মায়ানমার ছেড়ে পালিয়ে আসা রোহিঙ্গারা।

পশ্চিমবঙ্গ সরকার সবকিছু জেনেও এই অনুপ্রবেশকারীদের সেখান থেকে হটানোর বা তাদের পাকড়াও করার কোনও চেষ্টা করছে না বলে অভিযোগ করেন বিজেপি সাংসদ।

তাঁর দাবি, পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সরকার কেবলমাত্র ভোট ব্যাঙ্কের স্বার্থে এই অনুপ্রবেশকারীদের অবাধে দেশের অভ্যন্তরে ঢুকতে দিচ্ছে। ফলত, এই অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতের কাছে বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে।

শমীক আরও অভিযোগ করেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মী ও আধিকারিকরা এই বিষয়টি নিয়ে অত্যন্ত উদ্বেগ প্রকাশ করেছেন। কারণ, পারমাণবিক শক্তি প্রতিষ্ঠান বা সেই সংক্রান্ত কোনও গবেষণাকেন্দ্র আদতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল একটি স্থান। তার আশেপাশেই যদি অনুপ্রবেশকারীরা ঘাঁটি গাড়ে, তাহলে তার ফল মারাত্মক হতে পারে।

অভিযোগ, এই বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তরফে প্রতিনিধিরা একাধিকবার স্থানীয় থানায় অভিযোগও জানিয়েছেন। কিন্তু, তাঁদের সেই অভিযোগে পুলিশ প্রশাসন সেভাবে কর্ণপাত করেনি বলে রাজ্যসভায় দাবি করেন শমীক।

বিজেপি সাংসদের এই অভিযোগ শুনে সঙ্গে সঙ্গে রাজ্যসভার অন্দরে হট্টগোল শুরু করে দেন তৃণমূলের প্রতিনিধিরা। তাঁর এই অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে পালটা দাবি করতে শুরু করেন তাঁরা।

তৃণমূল সাংসদদের এই মন্তব্য শুনে শমীকও চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি বলেন, তাঁর কাছে এই অভিযোগের স্বপক্ষে প্রমাণ আছে। চাইলে সেই প্রমাণও পেশ করতে পারেন তিনি।

কিন্তু, তৃণমূল সাংসদরা সেসব না শোনায় কোনও আগ্রহ দেখাননি। বদলে তাঁরা শমীকের মন্তব্যের প্রতিবাদে সভাকক্ষ ত্যাগ করেন।

পরে, রাজ্যসভায় তাঁর এই বক্তব্যের অংশটুকুর ভিডিয়ো ক্লিপিং নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেন শমীক ভট্টাচার্য। লেখেন, 'আমাদের রাজ্যে এই গুরুতর ঘটনা ঘটে চলেছে। আর রাজ্যের পুলিশ প্রশাসন চোখ বুজিয়ে বসে রয়েছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং গভীর উদ্বেগের বিষয়।'

বাংলার মুখ খবর

Latest News

বাগদান বাতিল করায় কড়া শাস্তি, বরের দাদাকে আটকে রেখে গোঁফ কেটে দিল পাত্রীপক্ষ আড়াই বছর বাদে চিনি রফতানির উপর আংশিকভাবে নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্র WHO থেকে সরে যাচ্ছে আমেরিকা, চিন কী করবে? এসএসকে–এমএসকে শিক্ষকদের বেতন বাড়িয়ে দিল রাজ্য সরকার, কবে হাতে পাবেন? বউভাতের দুপুরে 'নীলাম্বরী শ্বেতা, রিসেপশনে কেমন সাজবেন রুবেলের বউ? যেকোনও ডায়েটের আগেই কেন জরুরি কিছু ব্লাড টেস্ট? HT বাংলাকে জানালেন ডায়েটিশিয়ান TMCP-র দ্বন্দ্বে উত্তপ্ত বর্ধমান বিশ্ববিদ্যালয়, হস্টেলে দুষ্কৃতী হামলার অভিযোগ ‘জীবন বদলায়, তুমি ভালবাসা হারিয়ে ফেলো…’! পরমব্রতর সঙ্গে বিয়ের ১ বছর, কী হল পিয়ার ‘‌উনি ব্যস্ততম নেতা’‌, বিজেপির সাংগঠনিক বৈঠকে শুভেন্দুর গরহাজির নিয়ে সুকান্ত কোয়ার্টারেই শেষ আলকা-রাজ, দাপুটে জয়ে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে জকোভিচ

IPL 2025 News in Bangla

LSG-তে এত বাঁহাতি ব্যাটার! দল কি সমস্যায় পড়বে? টিমের কৌশল ফাঁস করলেন জাহির খান কীভাবে ছন্দে ফিরবেন পৃথ্বী শ? বন্ধুর জন্য শ্রেয়স আইয়ারের বিশেষ পরামর্শ শুরু করেছেন জীবনের দ্বিতীয় ইনিংস! এরই মধ্যে বাবাকে বড় উপহার রিঙ্কু সিংয়ের… মহিলাদের অ্যাসেজ দখলে রাখল অস্ট্রেলিয়া! প্রথম T20তে ইংল্যান্ডকে হারাল ৫৭ রানে ২ ইনিংসে ২বারই রানআউট! বিরক্ত কার্তিক বলছেন, ‘রান আউটের সঙ্গেই আমার লাভ স্টোরি…’ ‘মাহি ভাই বলত প্রসেস ফলো করতে, LSGতেও…’ অধিনায়ক হিসেবে প্রথম টার্গেট বললেন পন্ত ‘একটাই টেনশন ছিল, পঞ্জাব যদি আমায়…’ LSG অধিনায়ক হয়ে কোন চিন্তার কথা ফাঁস পন্তের? LSGর অধিনায়ক ঋষভ পন্ত! ঘোষণা সঞ্জীব গোয়েঙ্কার, বললেন ‘যেভাবেই হোক ওকে দলে নিতাম’ সোমবার কলকাতায় ঘোষণা করা হবে LSG-র নতুন অধিনায়কের নাম! সিংহাসনে বসতে চলেছেন পন্ত ভাঙতে চলেছে রাহুলের স্বপ্ন! কার্তিক জানালেন কে হচ্ছেন DC-র নতুন ক্যাপ্টেন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.