বাংলাদেশের মুখ্য পরামর্শদাতা ইউনুসের নোবল সম্মান প্রত্যাহারের আবেদন জানিয়ে নোবেল কমিটিতে চিঠি দিলেন পুরুল্যার বিজেপি সাংসদ জ্যোতির্ময়সিং মাহাতো। শুক্রবার তাঁর চিঠিতে ইউনুসকে ‘হিন্দুদের কসাই’ বলে উল্লেখ করেছেন তিনি। শুধ জ্যোতির্ময়সিং নন, বিভিন্ন মহল থেকে ইউনুসের নোবেল সম্মান ফেরত নেওয়ার দাবি উঠেছে। গ্রামীণ ব্যাঙ্ক প্রতিষ্ঠা করার জন্য ২০০৬ সালে শান্তিতে নোবেল সম্মান পেয়েছিলেন ইউনুস।
চিঠিতে জ্যোতির্ময়সিং লিখেছেন, এ এক অদ্ভূত পরিহাস, এমন একজনকে নোবেল সম্মান দেওয়া হয়েছে যার নাম হিন্দুদের ওপর হিংসা, অবিচারে জড়িয়ে পড়েছে। ক্ষুদ্রঋণের জন্য গোটা দেশে ডক্টর ইউনুসকে সম্মান করা হয় বটে, তবে এখন তিনি হিন্দুদের ওপর অত্যাচারের নায়ক বা মানবতাবিরোধী অপরাধে চোখ বন্ধ করে থাকা একজন ব্যক্তি।
চিঠিতে ইউনুসকে ‘হিন্দুদের কসাই’ বলে উল্লেখ করে তিনি লিখেছেন, এক সময় সমাজ সংস্কারক হিসাবে সম্মনিত ইউনুসকে এখন অনেকে হিন্দুদের কসাই বলে উল্লেখ করছেন। শুধু তাই নয় নিজের ব্যর্থতাকে ঢাকার জন্য ভারতবিদ্বেষ ছড়াচ্ছেন তিনি।'
তিনি লিখেছেন, ‘নোবেল সম্মান প্রত্যাহার করা যায় না। কিন্তু আপনাদের নৈতিক দায় সেখানে শেষ হয়ে যায় না। আমার আবেদন তাঁর কৃতকর্মের প্রকাশ্যে নিন্দা করা হোক। যাতে এই অত্যুঙ্গ সম্মান প্রাপকরা প্রত্যেকে তাঁদের জীবনকালে সর্বোচ্চ নৈতিক মূল্যবোধে পরিচালিত হন।’