বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > শোভন–বৈশাখীর সঙ্গে গভীর রাত পর্যন্ত বৈঠকে অরবিন্দ মেনন, ভোটের আগে বড় পদ আসন্ন?‌

শোভন–বৈশাখীর সঙ্গে গভীর রাত পর্যন্ত বৈঠকে অরবিন্দ মেনন, ভোটের আগে বড় পদ আসন্ন?‌

বৈশাখী বন্দ্যোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায়, অরবিন্দ মেনন এবং অমিতাভ চক্রবর্তী। ছবি সৌজন্য : ফেসবুক

রবিবার ইজেডসিসি–তে বিজয়া সম্মেলনীর আয়োজন করেছে রাজ্য বিজেপি। সেখানে শোভন এবং বৈশাখীকে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন অরবিন্দ মেনন ও অমিতাভ চক্রবর্তী৷

ফোঁটা দেবেন বলে আমন্ত্রণ জানিয়েছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। কিন্তু ভাইফোঁটার দিন ব্যস্ত থাকায় তাঁরা আসতে পারেননি। অবশেষে শুক্রবার রাত ৯টা নাগাদ শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে যান পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপি–র সহকারী পর্যবেক্ষক অরবিন্দ মেনন এবং রাজ্য বিজেপি–র সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী। বৈশাখীর থেকে তাঁরা ফোঁটা নেন৷ উপহার বিনিময়ও হয়৷ এর পর রাত ২টো পর্যন্ত চলে বৈঠক। আর সেই বৈঠক এতটাই ইতিবাচক হয়েছে যে শনিবার বৈশাখী বললেন, ‘‌এবার সবাই সেই পুরনো মেজাজে শোভনকে দেখতে পারবেন।’

এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহয়ের সঙ্গে দেখা করেছিলেন শোভন ও বৈশাখী। আর এদিন দীর্ঘ বৈঠক চলল রাজ্য বিজেপি–র দুই শীর্ষ নেতৃত্বের সঙ্গে। জানা গিয়েছে, রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে শোভনের ভূমিকা কী হবে তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। যদিও বিজেপি–র দাবি, এটি নিছকই সৌজন্য সাক্ষাৎ। বৈঠক নিয়ে শোভন চট্টোপাধ্যায়ের কোনও প্রতিক্রিয়া না মিললেও মুখ খুলেছেন তাঁর বান্ধবী বৈশাখী।

শনিবার বৈশাখী বলেন, ‘‌সামনে নির্বাচন। দীর্ঘদিন ভোট সামলানোর অভিজ্ঞতা রয়েছে শোভনবাবুর। তৃণমূলে তিনি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করতেন। যদিও বিজেপি–তে যোগ দেওয়ার পর থেকে তিনি তাঁর দিক থেকে সেভাবে সক্রিয় হয়ে উঠতে পারেননি। তিনি যাতে শীঘ্রই সক্রিয় হন এবং যে জায়গায় তাঁর দক্ষতা রয়েছে সেই কাজ যাতে তিনি দ্রুত শুরু করতে পারেন সে ব্যাপারে এদিন দীর্ঘ বৈঠক হয়।’‌

এদিকে, সূত্র মারফত খবর, বিজেপি–তে গুরুত্বপূর্ণ পদ পেতে চলেছেন শোভন চট্টোপাধ্যায়। বড় পদ পেতে পারেন বৈশাখীও। তাঁদের কী পদ দেওয়া হচ্ছে তা নিয়ে খুব শীঘ্রই ঘোষণা করবে গেরুয়া শিবির। চলতি বছরের শেষের দিক থেকে শোভন–বৈশাখীকে সক্রিয় হতে দেখা দেবে বলে জানা গিয়েছে। রবিবার ইজেডসিসি–তে বিজয়া সম্মেলনীর আয়োজন করেছে রাজ্য বিজেপি। সেখানে শোভন এবং বৈশাখীকে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন অরবিন্দ মেনন ও অমিতাভ চক্রবর্তী৷ তাঁরা সেখানে আসেন কিনা, এবার সেটাই দেখার। ওদিনই শোভনের সক্রিয়তা নিয়ে জল্পনা পরিষ্কার হতে পারে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

বন্ধ করুন