বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Dilip Ghosh: ‘‌রহস্য থাকতে পারে, তদন্ত করে দেখা উচিত’‌, কম্বল কাণ্ডে ভোলবদল দিলীপের

Dilip Ghosh: ‘‌রহস্য থাকতে পারে, তদন্ত করে দেখা উচিত’‌, কম্বল কাণ্ডে ভোলবদল দিলীপের

বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি তথা মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ

গত বুধবার আসানসোলে কম্বল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তিনি কয়েকজনের হাতে কম্বল তুলে দেন। তারপর সেখান থেকে বেরিয়ে গেলে বিশৃঙ্খলা তৈরি হয়। আর তার জেরে পদপিষ্ট হয়ে এক শিশু–সহ তিনজনের মৃত্যু হয়। দিলীপের মন্তব্য নিয়ে তরজা শুরু হয় রাজ্য–রাজনীতিতে।

ভোলবদল করলেন বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ। কয়েকদিন আগে যে বিরোধী দলনেতার কম্বল বিলি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন সেই তিনি এবার রহস্য থাকতে পারে বলে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন। আজ, নয়াদিল্লি যাচ্ছেন তিনি। দলের সাংসদদের নিয়ে সেখানে বৈঠক আছে। আবার জেপি নড্ডার সঙ্গে সাংগঠনিক বৈঠকও আছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরের পর এই ভোলবদল বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

আগে কী বলেছিলেন দিলীপ ঘোষ?‌ আসানসোলে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনজনের মৃত্যু হয়েছিল পদপিষ্ট হয়ে। তখন মেদিনীপুরের বিজেপি সাংসদ বলেছিলেন, ‘‌দান খয়রাতি মানবতার অপমান। গরিবদের সাহায্য করার আরও অনেক উপায় আছে। এই ঘটনাকে সমর্থন করি না। দায় বিরোধী দলনেতারও। শুধু পুলিশের উপর ভরসা রাখা ঠিক নয়। আরও প্রস্তুতি দরকার ছিল।’‌ যদিও তখন পুলিশের উপর দায় চাপিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এখন কী বললেন দিলীপ ঘোষ?‌ এবার সেই দিলীপ ঘোষের গলায় শোনা গেল ভিন্ন সুর। এদিন সকালে নিউটাউনের প্রাতঃভ্রমণের এসে সাংবাদিকদের প্রশ্নের মুখে দিলীপ ঘোষ বলেন, ‘‌এতো জায়গায় কম্বল দেওয়া হয়। কিছু ঘটে না। এখানেই ঘটল। সুতরাং রহস্য থাকতে পারে। অনেকে চিৎকার করছেন। তাই তদন্ত করে দেখা উচিত।’‌

উল্লেখ্য, গত বুধবার আসানসোলে কম্বল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তিনি কয়েকজনের হাতে কম্বল তুলে দেন। তারপর সেখান থেকে বেরিয়ে গেলে বিশৃঙ্খলা তৈরি হয়। আর তার জেরে পদপিষ্ট হয়ে এক শিশু–সহ তিনজনের মৃত্যু হয়। দিলীপের মন্তব্য নিয়ে তরজা শুরু হয় রাজ্য–রাজনীতিতে। যা নিয়ে দিলীপ ঘোষ বলেছেন, ‘‌আপনারা (মিডিয়া) আপনাদের প্রয়োজন মতো এই তরজা বাড়ান কমান। আমরা একই পার্টি। একই আদর্শ। নিজের কথা যে যার নিজের মতো বলেন।’‌ এই ভোলবদল আসলে অমিত শাহের পাঠের ফল বলে মনে করছেন অনেকে।

বন্ধ করুন