আজ, সোমবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালবাজারে বিজয়া দশমীতে বিসর্জন বিপর্যয়ে মৃতের পরিবার এবং আহত পরিবারগুলির সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী বলে সূত্রের খবর। এদিন ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর এই সফরকে নিয়েও কটাক্ষ করেছেন।
ঠিক কী বলেছেন দিলীপ ঘোষ? এদিন মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরকে নিয়ে তিনি বলেন, ‘উনি ক্ষতিপুরণ দিয়েছেন। আবার যাতে এরকম বিপর্যয় না হয়, সেটা দেখা ওনার কাজ। জীবনহানি হল, উনি কিছু টাকা দিয়ে দিলেন। এই ভিক্ষা দেওয়ার, কিনে নেওয়ার অভ্যাস আছে। সমস্যার গভীরে যান না। সমাধান করেন না। মেট্রো নিয়ে চলছে। বৌবাজারে তিনবার বিপর্যয় হল। মানুষ ভয়ে আছে। সেটা সমাধানের কোনও চেষ্টা নেই। একে তাকে দোষ দিয়ে নিজে বাঁচার চেষ্টা। এই লোকগুলি তো ওনাকে ভোট দিয়েছেন। এটা উনি বোঝেন না। বুঝলেও কিছু করেন না। এটাই ওনার আনন্দ।’
হাওড়ার শিবপুর থেকে বিপুল টাকা উদ্ধার নিয়ে কী বলবেন? রবিবার ও সোমবার মিলিয়ে কোটি কোটি টাকা, সোনা–রুপো এবং হিরের গয়না উদ্ধার হয়েছে। এই নিয়ে মেদিনীপুরের সাংসদ বলেন, ‘মনটা গরীব। কিন্তু টাকা আছে। কিছু কিছু লোকের কাছে রাখা আছে। দিদি জানতেন না। আগে বলতেন টাকা নেই, টাকা নেই। খুব গরীব। আসলে ঠিক জায়গায় ঠিক টাকা রাখা আছে।’ আবার জ্যোতিপ্রিয় বলেছেন আপনারা রাম ভিতুর দল। কী বলবেন? জবাবে তিনি বলেন, ‘আমরা রাম ভক্তের দল। ভিতু তো ওরা।’
মুখ্যমন্ত্রীর সফর নিয়ে কী জানা যাচ্ছে? নবান্ন সূত্রে খবর, আজ, সোমবার বিকেলের বিমানে হাসিমারা পৌঁছে হেলিকপ্টারে মালবাজারে পৌঁছে রাতে থাকবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার আদর্শ বিদ্যালয়ে প্রশাসনিক সভা রয়েছে তাঁর। ওই সভামঞ্চেই বিপর্যস্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে কথা বলবেন তিনি। করতে পারেন প্রশাসনিক বৈঠকও। বিজয়া দশমীর দিন প্রতিমা নিরঞ্জনের সময়ে হরপা বানে মৃত্যু হয় আটজনের। আজ মুখ্যমন্ত্রী যাচ্ছেন দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করতে।