বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Dilip Ghosh: ‘‌ক্লাবকে টাকা না দিয়ে ডিএ দিতে পারতেন’‌, মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন দিলীপ

Dilip Ghosh: ‘‌ক্লাবকে টাকা না দিয়ে ডিএ দিতে পারতেন’‌, মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন দিলীপ

বিজেপির সর্বভারতীয় সহ– সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ

২০১৬ সাল থেকে ডিএ’‌র দাবিতে আইনি লড়াই করছেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সদস্যরা। কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকার আরও চার শতাংশ মহার্ঘ ভাষা ঘোষণা করতেই ডিএ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়। মহার্ঘ ভাতা ঘোষণা করায় ডিএ ক্ষেত্রে আরও খানিকটা পিছিয়ে পড়ে রাজ্য সরকার।

রাজ্য সরকারের বিরুদ্ধে ডিএ মামলায় সরকারি কর্মীরা আদালতে জয়ী হয়েছেন। কিন্তু এখনও ডিএ পাননি। মহার্ঘ ভাতা (‌ডিএ)‌ মিটিয়ে দিতে বলেছিল কলকাতা হাইকোর্ট। তারপর সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আবেদন জানাতে পারে বলে শোনা যাচ্ছে। তার জেরে সব কর্মী সংগঠনকে একজোট হয়ে মামলা লড়ার জন্য মঞ্চ তৈরির আহ্বান জানিয়েছে কর্মচারী পরিষদ নামে বিজেপি প্রভাবিত একটি কর্মী সংগঠন। আর এই মহার্ঘ ভাতা দেওয়া নিয়ে রাজ্য সরকারকে একহাত নিলেন বিজেপির সর্বভারতীয় সহ– সভাপতি দিলীপ ঘোষ।

ঠিক কী বলেছেন মেদিনীপুরের সাংসদ?‌ আজ, সোমবার ইকোপার্কে প্রাতঃভ্রমণে বের হন বিজেপি নেতা। সেখানে রাজ্য সরকারের ডিএ নিয়ে তিনি বলেন, ‘যে টাকাটা দুর্গাপুজোর জন্য দিল সেই টাকাটা কেউ চায়নি। জোর করে দিয়েছে, পুজোগুলিকে হাতে নেওয়ার জন্য। ক্লাবে দিয়েছে ক্লাবগুলিকে হাতে নেওয়ার জন্য। এভাবে রাজনৈতিক লাভ নেওয়ার চেষ্টা করছে। সেই টাকাটা যদি ডিএ হিসেবে দিতে পারতেন, তাহলে অনেক পরিবারে খুশি আসত, আনন্দ আসত। ফুর্তি করে সেই টাকাটা উড়িয়ে দিচ্ছে। ওই টাকাটা দিয়ে তো বাজারে কেনাকাটা হতো। বাংলার ভবিষ্যৎ আর্থিকভাবে সুখকর হোক সেটা চায় না।’

ঠিক কী বলেছিলেন তাপস রায়?‌ ডিএ মামলার রায়ের পর তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস রায় বলেন, ‘‌ডিএ না দেওয়ার কথা রাজ্য সরকার কখনও ভাবেনি। সরকার এবং মুখ্যমন্ত্রী সব সময়েই সরকারি কর্মীদের পাশে আছেন। আগেও তিনি ডিএ নিয়ে যা বলার বলেছেন, করেছেন, দিয়েছেনও। বিষয়টি একেবারেই বিচারাধীন। রাজ্য সরকার, রাজ্য সরকারের এজি এবং উচ্চ ন্যায়ালয় এবং বিচারপতির বিষয়। নিশ্চয়ই তাঁরা এটা ঠিক করবেন। প্রয়োজনে যা করার তা করবেন। আদালতের কোনও আদেশের উপরে তো কিছু বলা যায় না।’‌

উল্লেখ্য, ২০১৬ সাল থেকে ডিএ’‌র দাবিতে আইনি লড়াই করছেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সদস্যরা। কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকার আরও চার শতাংশ মহার্ঘ ভাষা ঘোষণা করতেই ডিএ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়। মহার্ঘ ভাতা ঘোষণা করায় ডিএ ক্ষেত্রে আরও খানিকটা পিছিয়ে পড়ে রাজ্য সরকার। এখন কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারের ডিএ ব্যবধান বেড়ে দাঁড়াচ্ছে ৩৫%।

বাংলার মুখ খবর

Latest News

হাজিরা দেওয়া সত্ত্বেও শোকজ ভোটকর্মীরা, অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে 'ওর মতে আমি…', নির্বাচনের আগেই আত্মবিশ্বাসী সায়নী! কী বললেন বন্ধু রাজ? হবে ঝড়বৃষ্টি, জারি সতর্কতা, এরই মধ্যে দক্ষিণবঙ্গে পারদ ছুঁতে পারে ৪০ ডিগ্রি সামনে গম্ভীর, পিছনে বিরাট- ‘আগুনে পেট্রোল’ ঢালল KKR! কী হবে ভেবে কাঁপছে নেটপাড়া ৬ বছরের ছোট শোভনের সঙ্গে প্রেম নিয়ে অকপট, বিয়ের কথা উঠতেই সোহিনী বললেন… কোরি অ্যান্ডারসনের সঙ্গে আমেরিকার জাতীয় দলে দুই 'ভারতীয়', জায়গা হল না উন্মুক্তের ভোটের আগেই জিতলেন মুখ্য়মন্ত্রী, অরুণাচলে খুশিতে ভাসছে বিজেপি আতঙ্কের নয়া নাম 'BIN অ্যাটাক', এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড গ্রাহকদের মাথায় হাত KKR বধ করতে সবুজ পিচ তৈরি RCB-র, মাথায় হাত গম্ভীরের,কোন নাইট স্পিনার বাদ পড়বেন? ‘‌পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিলাম’‌, বিজেপিতে ফিরে মুকুল সাক্ষাতে অর্জুন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.