ওয়ারড্রপ থেকে শৌচাগার সর্বত্র মিলেছে বিপুল পরিমাণ টাকা। টাকা ছাড়াও সোনার গয়না–বাট উদ্ধার হয়েছে। বেশ কিছু সম্পত্তির দলিল হাতে এসেছে ইডির। আর এই নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
বেলঘরিয়ায় অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে প্রায় ২৮ কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে। ওয়ারড্রপ থেকে শৌচাগার সর্বত্র মিলেছে বিপুল পরিমাণ টাকা। টাকা ছাড়াও সোনার গয়না–বাট উদ্ধার হয়েছে। বেশ কিছু সম্পত্তির দলিল হাতে এসেছে ইডির। আর এই নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
ঠিক কী বলেছেন দিলীপ ঘোষ? এই বিপুল টাকা উদ্ধার নিয়ে মেদিনীপুরের সাংসদ সংবাদমাধ্যমে বলেন, ‘এত বড় টাকার পাহাড় যখন হাতে এসেছে তখন ওনাকে জানাতেই হবে। আর পালাতে পারবেন না। পার্থ চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরেই সিবিআই–ইডির তদন্তের সম্মুখীন হয়েছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, ছেড়ে দেওয়া হচ্ছিল। তবে পার্থ–ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় সবকিছু বলা শুরু করেছেন। এতদিন ধরে চলে আসা সেই তদন্তে, শক্তপোক্ত প্রমাণের অভাবে তা ধীর গতিতে চলছিল। কিন্তু বিপুল পরিমাণ টাকা এবং সোনা উদ্ধারের পর ওনাকে জানাতেই হবে, আর পালাতে পারবেন না।’
মুখ্যমন্ত্রীর উদ্দেশে তাঁর বক্তব্য কী? এদিন মুখ্যমন্ত্রীর নাম নিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের নেতারা বারবার বলছেন, আমাদের কেউ নয়। আপনার সরকারে যাঁরা গুরুত্বপূর্ণ পদে বসে আছেন, তাঁরা দুর্নীতির সঙ্গে যুক্ত। আপনার সরকারে যাঁরা মন্ত্রী আছেন, পার্টির যাঁরা গুরুত্বপূর্ণ পদের নেতা, তাঁরা সবাই যুক্ত, আপনি বলছেন পার্টি কোথাও যুক্ত নয়। তাহলে তো বলতে পারি, জলে নামবো, জল ছেঁটাবো, কিন্তু ভিজব না।’