বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > রূপা গঙ্গোপাধ্যায় কি তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন?‌ মুখ খুললেন দিলীপ ঘোষ

রূপা গঙ্গোপাধ্যায় কি তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন?‌ মুখ খুললেন দিলীপ ঘোষ

বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ

আজ আন্দামানে যাচ্ছেন দিলীপ ঘোষ। কলকাতা বিমানবন্দরে তাঁকে বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করা হয়। আর তার পর থেকেই দলবদলের গুঞ্জন শুরু হয়েছে। রূপা গঙ্গোপাধ্যায় নানা সময়ে ফেসবুক পোস্ট করে থাকেন। তাতে দল অস্বস্তিতেও পড়েছে একাধিকবার।

তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের সঙ্গে দেখা বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের। আর তার পর থেকেই দলবদলের গুঞ্জন শুরু হয়েছে। এই নিয়ে বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষকে জিজ্ঞাসা করা হলে তিনি গোটা বিষয়টি এড়িয়ে গিয়েছেন। এমনকী তিনি এইসব নিয়ে খোঁজ রাখেন না বলে জানিয়েছেন।

ঠিক কী বলেছেন দিলীপ ঘোষ?‌ আজ আন্দামানে যাচ্ছেন দিলীপ ঘোষ। কলকাতা বিমানবন্দরে তাঁকে বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করা হয়। বিজেপি সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘‌রূপা গঙ্গোপাধ্যায় তৃণমূলে যোগদান করবেন কিনা সেটা উনি বলতে পারবেন। আমার জানা নেই। আমি বলতে পারব না। কোনও বড় নেতা–নেত্রীর খোঁজ খবর আমি খুব একটা রাখি না। আমারটা আছে বলুন।’‌

ফেসবুক পোস্ট নিয়ে কী বললেন?‌ রূপা গঙ্গোপাধ্যায় নানা সময়ে ফেসবুক পোস্ট করে থাকেন। তাতে দল অস্বস্তিতেও পড়েছে একাধিকবার। এই প্রসঙ্গে মেদিনীপুরের সাংসদ বলেন, ‘‌আমি জানি না। আমি কাউকে গালাগাল করি না। যে যার মনের ব্যাপার। মনকে ঠিক করুন। কে, কোথায় থাকবেন, কোথায় যাবেন সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার। আমরা যে পার্টিটা করছি সেটাই মন দিয়ে করব।’‌

ঠিক কী বলছেন কুণাল ঘোষ?‌ বিজেপি নেত্রীর সঙ্গে দেখা হওয়া প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, ‘‌একটি অনুষ্ঠানে দেখা হয়ে গিয়েছিল বিজেপি নেত্রীর সঙ্গে। উনি আমার দিদির মতো। দেখা হওয়ায় স্বাভাবিকভাবেই কথাবার্তা হয়েছে। তবে সেখানে নেহাতই সৌজন্যমূলক কথা বার্তা হয়েছে। এটার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।’‌

বন্ধ করুন