বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Dilip Ghosh: ‘‌উনি ভারতবর্ষের কোথায় কি হচ্ছে খোঁজ রাখেন না’‌,‌ তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের

Dilip Ghosh: ‘‌উনি ভারতবর্ষের কোথায় কি হচ্ছে খোঁজ রাখেন না’‌,‌ তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের

বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ।

আজ, রবিবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কটাক্ষ করেন। প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে শনিবার সংবাদসংস্থা পিটিআইকে সাক্ষাতকারে বলেছিলেন নোবলজয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেন।

মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অমর্ত্য সেনের মন্তব্যকে তীব্র কটাক্ষ করেছেন বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ। আজ, রবিবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কটাক্ষ করেন। প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে শনিবার সংবাদসংস্থা পিটিআইকে সাক্ষাতকারে বলেছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেন।

ঠিক কী বলেছিলেন অমর্ত্য সেন?‌ বিজেপি যখন লোকসভা নির্বাচন নিয়ে ঘুঁটি সাজাতে শুরু করেছেন তখন বিস্ফোরক মন্তব্য করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে অমর্ত্য সেন বলেন, ‘এই নয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতা নেই। অবশ্যই তাঁর যোগ্যতা রয়েছে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার। কিন্তু বিজেপির বিরুদ্ধে মানুষের ক্ষোভকে তিনি কতটা টানতে পারবেন সেটাই সবচেয়ে বড় বিষয়। এখনও সেটা দেখা যাচ্ছে না। তাঁকে বিজেপির দেশ বিভাজনের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্বে থাকতে হবে।’

ঠিক কী বলেছেন দিলীপ ঘোষ?‌ বিজেপির বিরুদ্ধে নোবেলজয়ী অর্থনীতিবিদ মন্তব্য করেছেন বলে তাঁকে তুলোধনা করেন মেদিনীপুরের সাংসদ। এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, ‘‌প্রধানমন্ত্রী হতে গেলে আসন জেতা প্রয়োজন। টাকার থলি নিয়ে বাইরের রাজ্যে ঘুরেও তো একটা আসন জেতাতে পারলেন না মমতা। পুরনো অভ্যাস মতো অমর্ত্য সেনরা মোদীকে সরাতে চান। তাই মমতাকে নিয়ে স্বপ্ন দেখছেন। নিজের নিজের রাস্তা সাফ করছেন সবাই। দিদিকে নিয়ে সেই স্বপ্নটা দেখছেন উনি। অমর্ত্য সেনকে জিজ্ঞাসা করা উচিত, যারা দিদির পাশে ছিলেন তাঁরা কেউই নেই।’‌

আর কী বলেছেন বিজেপি নেতা?‌ বিজেপিকে হারাতে গেলে আঞ্চলিক দলগুলিকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে বলেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। এটা নিয়ে জিজ্ঞাসা করা হলে দিলীপ ঘোষ বলেন, ‘‌উনি বোধহয় ভারতবর্ষের কোথায় কি হচ্ছে খোঁজ রাখেন না। থাকেন তো অনেক দূরে। কোন কোন আঞ্চলিক পার্টি আছে এবং কি অবস্থায় আছে খোঁজ নিন উনি।’‌ ২০২৪ সালের লোকসভা নির্বাচন বিজেপির জন্য একেবারে বাধাহীন হবে বলে মনে করেন না অমর্ত্য সেন। আর এটাই মানতে রাজি নন দিলীপ ঘোষ।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন