আন্তর্জাতিক শ্রমিক দিবসের দিনেও বাংলার মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ। রবিবার সকালে নিউটাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণ করতে এসে একের পর এক ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন মেদিনীপুরের বিজেপি সাংসদ। মুখ্যমন্ত্রী নয়াদিল্লি গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এক মঞ্চে এসেছেন। আবার বিদ্রোহী বিজেপি সাংসদ অর্জুন সিংও নয়াদিল্লি গিয়েছেন।
ঠিক কী বলেছেন বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি? মুখ্যমন্ত্রী নয়াদিল্লিতে বিচারপতিদের সম্মেলনে বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে জনস্বার্থ মামলা করা হচ্ছে কলকাতা হাইকোর্টে। আর সেখানে বিচারপতি কম। এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, ‘রাজনৈতিক স্বার্থে কেন খুন হবে, তিনি বিচার করবেন না চাপা দেবেন, তারপরে যদি কেউ আদালতে যায়, কী করে সেটা রাজনীতি হয়? রাজনৈতিক স্বার্থে খুন হতে পারে, কোর্টে গেলেই সেটা রাজনৈতিক স্বার্থ? বিচারকের দরকার আছে সেটা ঠিক, তবে তা সঠিকভাবে সরকারের কাছে জানানো উচিত।’ মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর নৈশভোজে যাননি। উত্তরে দিলীপ ঘোষের কটাক্ষ, ‘নিশ্চয়ই অন্য কোথাও ইফতার পার্টি ছিল।’
এবার পাট ইস্যুতে তৃণমূল কংগ্রেস আন্দোলন করবে। আপনারা কী বলছেন? এই নিয়ে দিলীপ ঘোষ আক্রমণ করে বলেন, ‘১১ বছর ধরে ঘুমাচ্ছিলেন। অর্জুন সিং বলে দেবেন তার পরে যাবেন। পার্টি নিয়ে আন্দোলন করবেন, ওঁরা ক্ষমতায় আসার পর পাট শিল্পের জন্য কী করেছেন? মানুষের সঙ্গে কথা বলে প্রশ্ন তুলবেন অর্জুন সিং, এখন তাতেই ওদের ঘুম ভেঙেছে।’
পাট সমস্যা নিয়ে অর্জুন সিং–পীযূষ গোয়েল বৈঠক হয়েছে। তাতে সমস্যা মিটবে? এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, ‘ভালোই হয়েছে। অর্জুন সিং যেটা চাইছেন, বলা উচিত ঠিক জায়গায়। সরকার যথেষ্ট সিরিয়াস। এর আগেও পীযূষ গোয়েল অনেক প্রকল্পে সাবসিডি দিয়েছেন। তার পরেও যদি কিছু করার থাকে নিশ্চয়ই সরকার করবে।’