বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ‘‌এটা ভোটের টিকিট পাওয়ার চেষ্টা’‌, তৃণমূলের বিক্ষোভ নিয়ে কটাক্ষ করলেন দিলীপ

‘‌এটা ভোটের টিকিট পাওয়ার চেষ্টা’‌, তৃণমূলের বিক্ষোভ নিয়ে কটাক্ষ করলেন দিলীপ

দিলীপ ঘোষ। 

সোমবার তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় দিলীপ ঘোষকে। তবে তিনি এই বিক্ষোভকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ।

ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের উপর যে হামলা হয়েছে তার প্রতিবাদে বিজেপির রাজ্য দফতরে বিক্ষোভ দেখায় শাসকদলের নেতা–কর্মীরা। আর এটাকেই কটাক্ষ করেছেন বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার প্রাতঃভ্রমণে বেরিয়ে, সোমবার তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় দিলীপ ঘোষকে। তবে তিনি এই বিক্ষোভকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ।

এই বিক্ষোভ নিয়ে ঠিক কী বলেছেন দিলীপ ঘোষ?‌ তিনি বলেন, ‘‌পুরসভা নির্বাচনের আগে নেতৃত্বের চোখে পড়ার চেষ্টা করছেন তৃণমূল কংগ্রেসের নেতা–কর্মীরা। এটা ভোটের টিকিট পাওয়ার চেষ্টা। ক্যামেরায় মুখ দেখানো। যদি টিকিট পাওয়া যায়। খবরের শিরোনামে আসার চেষ্টা চলছে। এখন এরকম কিছুদিন চলবে।’‌ দিলীপ ঘোষ এই কথা বলে বিষয়টিকে হালকা করতে চাইলেও বিজেপির রাজ্য দফতরে শাসকদলের হানা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, ত্রিপুরায় সায়নী ঘোষকে গ্রেফতারির প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ে কলকাতায়। সোমবার সকালে ৬ নম্বর মুরলীধর সেনের রোডের বিজেপির রাজ্য সদর দফতরে মমতা–অভিষেকের ছবি লাগিয়ে দেয় তৃণমূল কংগ্রেস। পদ্ম পতাকা হাতে হাজির হন বিজেপি কর্মীরাও। বিজেপির রাজ্য দফতরের সামনে ব্যারিকেড করে রাখে পুলিশ। এই নিয়ে বেশ কিছুক্ষণ টেনশনে কাটাতে হয় বিজেপি নেতা–কর্মীদের।

দিলীপ ঘোষের মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস সাংসদ শান্তনু সেন বলেন, ‘দিলীপবাবুরা নির্বাচনের আগে লাইমলাইটে থাকার জন্য গোলমাল করতেন। উনি নিজেও সে কথা বলেছিলেন। সে সব করেও লাভ কিছু হয়নি। আবার এসব বলছেন। যদি একটু প্রচারের আলোয় আসা যায়।’ ত্রিপুরার পরিস্থিতি এখনও অগ্নিগর্ভ। সেখানে পুরসভা নির্বাচনকে কেন্দ্র করে হিংসা, মামলা থেকে শুরু করে ব্যাপক প্রচারে তেতে উঠেছে গোটা এলাকা।

বাংলার মুখ খবর

Latest News

২০২৪ সালের দোল পূর্ণিমা কখন থেকে পড়ছে? রইল তারিখ, শুভ সময় গুরবাজ-বেঙ্কটেশ ওপেন করবেন? ইমপ্যাক্ট প্লেয়ারই বা কে হবেন? কী হবে KKR-এর একাদশ? ছোট পর্দায় ফের সৃজলা! দেখা মিলবে কোন ধারাবাহিকে? ‘‌যে বুথ বেশি লিড দেবে সেখানে বরাদ্দ বাড়বে’‌, সুভাষের বিরুদ্ধে কমিশনে তৃণমূল ওইটা চাই! ভাইয়ের সঙ্গে মালাবদল করলেন বিবাহিতা 'দিদি', কারণ জানলে হেসে ফেলবেন সাদা চা কী? কতটা উপকারী পানীয় এটি বিরাট ছাঁটাইয়ের আশঙ্কা Unilever কোম্পানিতে, কাজ যেতে পারে ৭৫০জনের, কেন জানেন? 'প্রথম রান্না...' বিয়ে হতে না হতেই রান্নাঘরে কৃতি! শ্বশুরবাড়ির জন্য বানালেন কী সইফের মামার বাড়ির মান রেখেছে দল, IPSL-এ কলকাতার জয়ে উচ্ছ্বসিত শর্মিলা পুত্র ‘কেবলই শরীর…’! বয়সে ছোট সুদীপাকে বিয়ে, কোন কঠিন সত্যের মুখে অগ্নিদেব

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.