বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ‘বিপ্লব করে খবরে থাকার চেষ্টা করবেন না’, নয়াদিল্লি থেকে হুঁশিয়ারি দিলীপের

‘বিপ্লব করে খবরে থাকার চেষ্টা করবেন না’, নয়াদিল্লি থেকে হুঁশিয়ারি দিলীপের

দিলীপ ঘোষ

এই বিষয়ে দিলীপবাবু এদিন স্পষ্ট জানান, দলের অন্দরে বিক্ষোভ নিয়ে ইতিমধ্যেই তাঁর কাছে প্রচুর অভিযোগ জমা পড়েছে।

বঙ্গ–বিজেপির অন্দরে বিদ্রোহ থামানো যাচ্ছে না। বরং রোজই নানা অস্বস্তিতে পড়তে হচ্ছে গেরুয়া শিবিরের নেতাদের। এই পরিস্থিতিতে রাজ্য বিজেপির বিক্ষুব্ধদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ। এমনকী এবার দিলীপ ঘোষ রেয়াত করেননি কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকেও। ‘বিপ্লব করে খবরে থাকার চেষ্টা করবেন না’ বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দিলীপবাবু। তিনি প্রাক্তন রাজ্য সভাপতি অধুনা জেপি নড্ডার টিমের গুরুত্বপূর্ণ সদস্য। তাই তাঁর এই কড়া বার্তা আদতে বিজেপির কেন্দ্রীয় পার্টির মনোভাবেরই প্রতিফলন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

ঠিক কী বলেছেন দিলীপ ঘোষ?‌ এদিন নয়াদিল্লিতে শান্তনু ঠাকুরের বিষয়ে দিলীপবাবু বলেন, ‘কেন্দ্রীয় মন্ত্রী নিজেই দলে নতুন এসেছেন। বিজেপি তাঁকে পদ দিয়েছে, সম্মান দিয়েছে, মন্ত্রী করেছে। তিনি নিজেও একটি সামাজিক ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। ফলে এই বিষয়গুলি মাথায় রেখেই সকলের কথা বলা উচিত। বিজেপিতে নির্দিষ্ট কমিটি আছে। তার দায়িত্বপ্রাপ্তরা রয়েছেন। তাঁরাই পুরোটা দেখবেন।’ অর্থাৎ এখন যা চলছে তা বিচার হচ্ছে বলেও ইঙ্গিত দিলেন তিনি।

বিজেপির নতুন কমিটি তৈরি করেছেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। তখন থেকেই কোন্দল শুরু হয়েছে। এই নিয়ে বিক্ষুব্ধদের কড়া বার্তা দিয়ে দিলীপবাবু বলেন, ‘যে কোনও পরিবর্তন হলেই প্রতিক্রিয়া হয়। এখন বিপ্লব করে খবরে থাকার চেষ্টা হচ্ছে। দিল্লির নেতারা এখন অন্য রাজ্যের ভোটপর্ব নিয়ে ব্যস্ত। ফলে একটা গ্যাপ তৈরি হচ্ছে। কিন্তু এই সমস্যা মিটে যাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার একটি ফ্যাশন শুরু হয়েছে। দলে থাকতে হলে মানিয়ে নেওয়ার মানসিকতাও দরকার। না হলে তা দলীয় শৃঙ্খলাভঙ্গের আওতায় পড়বে। সেক্ষেত্রে পার্টি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

এখন দলের বিক্ষুব্ধরা পোর্ট ট্রাস্টের অফিসে বৈঠকে করেছেন। তারপর শান্তনু ঠাকুরের উদ্যোগে তাঁরা বনগাঁয় গিয়ে মেতে ওঠেন চড়ুইভাতিতে। প্রকাশ্যে দলের সাধারণ সম্পাদক (‌সংগঠন)‌–এর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। তাতে দলের অস্বস্তি চরমে ওঠে। এই বিষয়ে দিলীপবাবু এদিন স্পষ্ট জানান, দলের অন্দরে বিক্ষোভ নিয়ে ইতিমধ্যেই তাঁর কাছে প্রচুর অভিযোগ জমা পড়েছে।

বাংলার মুখ খবর

Latest News

BJP নয়, CPMই আসলে সাম্প্রদায়িক, কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু IPL-এ এখনই পাওয়া যাবে না সূর্যকে- হার্দিকের চিন্তা বাড়িয়ে সামনে এল বড় আপডেট কলকাতা মেট্রো এবার ছুটবে বিমানবন্দর পর্যন্ত, দুর্গাপুজোর আগে চালুর সম্ভাবনা স্বাস্থ্যসাথীর টাকা তৃণমূলের পৈত্রিক সম্পত্তি না কি? শুভেন্দু 'চমকিলা'র গানে বিভক্ত পঞ্জাব!ট্রেলার লঞ্চে হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেললেন কেন দিলজিৎ বিচারব্যবস্থাকে প্রভাবিত করা হচ্ছে বলে CJI-কে চিঠি ৬০০ আইনজীবীর, কটাক্ষ মোদীর দিল্লি হাইকোর্টে স্বস্তি কেজরিওয়ালের, তাঁর বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ নতুন মাসের শুরুতেই পঞ্চকের অশুভ ছায়া, বিরত থাকুন শুভকাজ থেকে, মেনে চলুন এই নিয়ম মোবাইল দেখে রোগীর চিকিৎসা করবেন ডাক্তাররা, কলকাতার হাসপাতালে উন্নত প্রযুক্তি ‘‌ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে তৃণমূল’‌, রেখার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সরব অমিত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.