পয়লা বৈশাখ উপলক্ষে গতকাল সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কোথাও পুজো, আবার কোথাও অনুষ্ঠানের মাধ্যমে নববর্ষ পালিত হয়েছে। সাধারণত অন্যান্য দল প্রতিবছর নববর্ষ পালন করলেও বিজেপিকে সেই অর্থে নববর্ষ পালন করতে দেখা যায় না। কিন্তু, এবার বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে হেস্টিংসে দলের ওয়াররুম করেছিল নববর্ষ পালন করল বিজেপি। আর দলের নববর্ষের অনুষ্ঠানে সবচেয়ে বড় চমক ছিল বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষের গলায় গাওয়া গান।
সাধারণত, লাঠি ঘোরানোর ক্ষেত্রে দিলীপ ঘোষের দক্ষতার কথা মানুষের জানা থাকলেও তিনি যে গান গাইতে পারেন তা অবশ্য জানা ছিল না সাধারণ মানুষের। তবে গান গাওয়ার আগেই দিলীপ ঘোষ জানিয়ে দিয়েছিলেন, ‘দু’ধরনের গান হয়ে থাকে। একটি হল মানুষ জড়ো করা এবং অন্যটি হল মানুষ তাড়া করার গান। আপনার ঠিক করুন যে আমার গানটি কোন গোত্রের মধ্যে পড়ে।’ এদিন দিলীপ ঘোষের গলায় শোনা যায় আরএসএস’-এর দেশাত্মবোধক গান। এই গানের পরে অবশ্য তার বাণীও টুইট করে দিলীপ ঘোষ লিখেছেন ‘দুঃস্বপ্নের রাত্রি অবসান।’
দিলীপ ঘোষ ছাড়া নববর্ষের অনুষ্ঠানে ছিলেন বিজেপির অন্যান্য নেতারা। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ছিলেন দর্শকের আসনে। হরিণঘাটার বিধায়ক অসীম সরকার কবিগান গেয়েছিলেন। অভিনেত্রী বিজেপি নেত্রী পাপিয়া অধিকারী একটি নৃত্যালেখ্য মঞ্চস্থ করেন, যেখানে রাজ্যের সাম্প্রতিক বিভিন্ন ঘটনা নিয়ে সমালোচনা করা হয়েছে। এর মাধ্যমে রাজনৈতিক বার্তা দেওয়া হয়।