কবে ঘোষিত হবে রাজ্য বিজেপির পরবর্তী সভাপতির নাম? কেউ বলছেন, অতি দ্রুত সেই প্রক্রিয়া সেরে ফেলা হবে। আবার কারও মতে গোটা প্রক্রিয়া সারতে কিছুটা সময় লাগবে।
এদিকে, এরই মধ্যে দলের বিভিন্ন সাংগঠনিক কমিটিতে নেতৃত্ব প্রদান বা সদস্য হওয়ার ক্ষেত্রে বয়সজনিত নয়া নির্দেশিকা এসে পৌঁছেছে কেন্দ্রীয় বিজেপির তরফে। যা নিয়ে আবার নতুন করে জল্পনা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, তবে কি এবার থেকে দলে তারুণ্যকেই অগ্রাধিকার দিতে চাইছে বিজেপি শীর্ষ নেতৃত্ব?
উল্লেখ্য, ইতিমধ্য়ে রাজ্যের প্রাক্তন শাসকদল সিপিআই(এম) তারুণ্যে ভর করার প্রক্রিয়া শুরু করেছে। খাতায় কলমে বিভিন্ন কমিটিতে সদস্যদের বয়সের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয়েছে। প্রশ্ন উঠছে, এবার কি তবে সিপিআই(এম)-এর দেখানো পথেই হাঁটছে বিজেপি?
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, বিজেপির মণ্ডল সভাপতি হতে গেলে এখন থেকে সর্বোচ্চ বয়সসীমা থাকবে ৪৫ বছর। আর, রাজ্য কমিটিতে ৭০ বছরের বেশি বয়সী কোনও সদস্যকে স্থান দেওয়া হবে না।
এর আগে বিজেপির পক্ষ থেকে স্থির করা হয়েছিল, রাজ্যে দলের বুথ থেকে জেলাস্তর পর্যন্ত কমিটির সদস্যদের বাছাই করে নেওয়ার পরই নয়া রাজ্য সভাপতির নাম ঘোষণা করা হবে। অর্থাৎ - এক্ষেত্রে নিচুতলার কমিটি গঠনে পরবর্তী বা নয়া বিজেপি রাজ্য সভাপতির সেই অর্থে কোনও ভূমিকা থাকবে না।
এই ব্যবস্থাপনা নিয়ে রাজ্য নেতৃত্বের একাংশ নাকি নাখুশ ছিল। তাদের যুক্তি ছিল, রাজ্য সভাপতি যদি সংগঠন গঠনে অংশ না নেন, তাহলে তিনি তা পরিচালনা করবেন কীভাবে? রাজ্য নেতাদের একাংশের এই অসন্তোষের খবর শীর্ষ নেতৃত্বের কানেও পৌঁছয়। আর তাই আপাতত নিচুতলার কমিটি গঠনের প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে।
বদলে ঠিক করা হয়েছে, নিচুতলার কমিটি গঠনের জন্য যাঁদের নাম বাছাই করে রাজ্য নেতৃত্বের কাছে জমা দেওয়া হয়েছে, তাতে চূড়ান্ত সিলমোহর দেওয়ার আগে তা খতিয়ে দেখবেন রাজ্যের বিরোধী দলনেতা, কেন্দ্রীয় পর্যবেক্ষক এবং নতুন রাজ্য সভাপতি।
আর, এই যুক্তিতেই দলের অন্দরে কেউ কেউ বলছেন, খুব শীঘ্রই নতুন সভাপতি পাবে রাজ্য বিজেপি।
অন্য একটি সূত্রের দাবি, দিল্লি বিধানসভায় নতুন সরকারের মন্ত্রিসভার শপথ গ্রহণের পরই বিজেপির নয়া সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা করা হবে। এবং তারপরই রাজ্য বিজেপির সভাপতির নামও ঘোষণা করে দিতে পারে শীর্ষ নেতৃত্ব। পুরো প্রক্রিয়াটি সারতে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয়ার্ধ হয়ে যেতে পারে।
যদিও বিজেপি নেতা শমীক ভট্টাচার্যকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে, তাঁর কাছে এই সমস্ত বিষয়ে কোনও খবর নেই।