বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > BJP demonstration: সিভিক ভলান্টিয়ারদের দিয়ে প্রাথমিকে পড়ানোর সিদ্ধান্ত, প্রতিবাদে রাস্তায় বিজেপি

BJP demonstration: সিভিক ভলান্টিয়ারদের দিয়ে প্রাথমিকে পড়ানোর সিদ্ধান্ত, প্রতিবাদে রাস্তায় বিজেপি

বিজেপির বিক্ষোভ। নিজস্ব ছবি

বাঁকুড়ার পুলিশ সুপার মন্তব্য করেছেন, এবার থেকে প্রাথমিকের স্কুলে স্কুলে পড়াবে সিভিক ভলেন্টিয়াররা। এর পাশাপাশি ২০২১ সালে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দমদমে তৃণমূলের একটি কর্মীসভায় বলেছিলেন সমস্ত তৃণমূল কর্মীরা চাকরি পাবেন। এই দুটি বিষয়ের প্রতিবাদে করুণাময়ীতে বিক্ষোভ দেখানো হয়।

প্রাথমিকের পড়ুয়াদের অঙ্ক এবং ইংরেজি পড়াবেন সিভিক ভলান্টিয়াররা। বাঁকুড়া জেলা পুলিশের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে। যেখানে বেসরকারি সংস্থার সহায়তায় স্কুলের পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পর অঙ্ক এবং ইংরেজি বিষয়ে দক্ষতা বাড়াতে সিভিক ভলেন্টিয়াররা পড়ুয়াদের পড়াবেন। বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারির এই মন্তব্যের পরে শোরগোল পড়ে গিয়েছে। এ নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। এর প্রতিবাদে রাস্তায় নামল বিজেপি। বৃহস্পতিবার দুপুরে সল্টলেকের করুণাময়ীতে বিক্ষোভ দেখলেন বিজেপিকর্মী সমর্থকরা। করুণাময়ী মোড়ে রাস্তায় বসে তাঁরা বিক্ষোভ দেখান। যার ফলে রাস্তায় যানজট তৈরি হয়।

বিধাননগর বিজেপি মণ্ডলের তরফে আজ সল্টলেকের করুণাময়ীতে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। বাঁকুড়ার পুলিশ সুপার মন্তব্য করেছেন, যে এবার থেকে প্রাথমিকের স্কুলে স্কুলে পড়াবে সিভিক ভলান্টিয়াররা। এর পাশাপাশি ২০২১ সালে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দমদমে তৃণমূলের একটি কর্মীসভায় বলেছিলেন সমস্ত তৃণমূল কর্মীরা চাকরি পাবেন। এই দুটি বিষয়ের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে সল্টলেকের করুণাময়ীতে বিধাননগর বিজেপি মন্ডলের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। কিছুক্ষণের জন্য করুণাময়ী মোড়ে বসে অবস্থান বিক্ষোভ করে বিক্ষোভকারীরা। এর ফলে বেশ কিছুক্ষণের জন্য যানজট সৃষ্টি হয়।

বিধাননগর মণ্ডলের সভাপতি সঞ্জয় বৈরাগ বলেন, ‘পুলিশ সুপার নিজের কার্যালয় থেকে ঘোষণা করছেন সিভিক ভলান্টিয়াররা প্রাথমিক পড়ুয়াদের অঙ্ক এবং ইংরেজি পড়াবেন। যারা এইট পাশ, যারা লরি থেকে টাকা তোলে তারা পড়ালে শিক্ষার মান আরও তলানিতে ঠেকবে। এমনিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে শিক্ষার মান একেবারে তলানিতে ঠেকেছে।’ তাঁর দাবি, ‘পুলিশ সুপার যে মন্তব্য করেছেন তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। সিভিক ভলান্টিয়ারদের দিয়ে শিক্ষা হয় না। যারা সিভিক পুলিশ, তারা রাস্তায় থাকবে, তাদের পড়ানোর যোগ্যতা নেই। যাদের যোগ্যতা আছে তারা চাকরি পাচ্ছে, মেধার ভিত্তিতে এই রাজ্যে চাকরি হচ্ছে না।’

যদিও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পুলিশ সুপারের এই মন্তব্যের পরে বলেছিলেন, 'শিক্ষা দফতরের কাছে এ বিষয়ে কোনও মতামত নেওয়া হয়নি। মতামত নেওয়া হলে সে বিষয়ে এটি চালু করা যায় কিনা তা নিয়ে সিদ্ধান্ত হবে।’ অন্যদিকে বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ‘সিভিক ভলান্টিয়াররা স্কুলের পড়ুয়াদের পড়াবে সেটা কিছুতেই মেনে নেওয়া যায় না। এর চেয়ে লজ্জার কিছু হয় না।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন