বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > সৌমিত্রকে নিয়ে অস্বস্তি, দলের অন্দরেও ক্ষোভ! ক্ষুব্ধদের সঙ্গে আলোচনায় নেতৃত্ব

সৌমিত্রকে নিয়ে অস্বস্তি, দলের অন্দরেও ক্ষোভ! ক্ষুব্ধদের সঙ্গে আলোচনায় নেতৃত্ব

 সৌমিত্র খাঁ, বিজেপি সাংসদ   (ফাইল ছবি)

ইতিমধ্যেই এনিয়ে দলের রাজ্য সভাপতির কাছে ইমেইলও গিয়েছে।

 গত কয়েকমাস ধরেই দলের অন্দরে বার বারই বিতর্কের কেন্দ্রে রয়েছেন সাংসদ সৌমিত্র খাঁ। যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁর একাধিক বিতর্কিত মন্তব্যের জেরে দলের অন্দরেও অস্বস্তি বেড়েছে। এমনকী পরিস্থিতি এমন জায়গায় গিয়েছে যে সৌমিত্র খাঁকে নেতা হিসাবেও মানতে চাইছেন না সংগঠনের একাংশ। ইতিমধ্যেই এনিয়ে দলের রাজ্য সভাপতির কাছে ই-মেইলও গিয়েছে। এবার গোটা বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন বিজেপি নেতৃত্ব। এবার বিক্ষুব্ধদের সঙ্গে আলোচনায় বসতে চাইছেন বিজেপি নেতৃত্ব। যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁকেও সেই আলোচনায় রাখা হবে। বিক্ষুব্ধ নেতাদের সঙ্গে আলোচনায় দলের রাজ্য সভাপতি  ও রাজ্য সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী উপস্থিত থাকতে পারবেন। 

 

এদিকে মঙ্গলবার যুব মোর্চার পর্যবেক্ষক রাজু বন্দ্যোপাধ্যায় কয়েকজন বিক্ষুব্ধ নেতার সঙ্গে বৈঠক করেন। তাঁর দাবি, সবার কথা শোনা হয়েছে। আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। দলের একাংশের মতে, আসলে মৌমিতা সাহাকে দলের রাজ্য যুবর সম্পাদক করায় সৌমিত্র খাঁর বিরুদ্ধে  দলের হোয়াটস অ্যাপ গ্রুপে কয়েকজন সরব হয়েছিলেন।কার্যত তার জেরেই তাঁদের গ্রুপ থেকে বের করে দিয়েছিলেন সৌমিত্র। এবার সেই ক্ষুব্ধ নেতা কর্মীদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেন রাজু বন্দ্যোপাধ্যায়। 

কিন্তু ঠিক কেন সৌমিত্র খাঁর বিরুদ্ধে সংগঠনের অন্দরে এত ক্ষোভ বাড়ছে? সংগঠনের একাংশের মতে, সংগঠনে সদ্য আসা যুব নেত্রীদের অতিরিক্ত গুরুত্ব দিচ্ছেন সৌমিত্র। এদিতে এতদিন ধরে যাঁরা সংগঠনটাকে ধরে রাখার সবরকম চেষ্টা করলেন তাঁরা ধীরে ধীরে পেছনের সারিতে চলে যাচ্ছেন। সংগঠনের মধ্যে সৌমিত্র একনায়কতন্ত্র চালাচ্ছেন বলেও অভিযোগ উঠেছে। 

 

বাংলার মুখ খবর

Latest News

সামনে গম্ভীর, পিছনে বিরাট- ‘আগুনে পেট্রোল’ ঢালল KKR! কী হবে ভেবে কাঁপছে নেটপাড়া ৬ বছরের ছোট শোভনের সঙ্গে প্রেম নিয়ে অকপট, বিয়ের কথা উঠতেই সোহিনী বললেন… কোরি অ্যান্ডারসনের সঙ্গে আমেরিকার জাতীয় দলে দুই 'ভারতীয়', জায়গা হল না উন্মুক্তের ভোটের আগেই জিতলেন মুখ্য়মন্ত্রী, অরুণাচলে খুশিতে ভাসছে বিজেপি আতঙ্কের নয়া নাম 'BIN অ্যাটাক', এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড গ্রাহকদের মাথায় হাত KKR বধ করতে সবুজ পিচ তৈরি RCB-র, মাথায় হাত গম্ভীরের,কোন নাইট স্পিনার বাদ পড়বেন? ‘‌পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিলাম’‌, বিজেপিতে ফিরে মুকুল সাক্ষাতে অর্জুন ‘মোদী ভাঁওতাবাজ’! আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের রাম নবমীর পরেই আসতে চলেছে হনুমান জয়ন্তী, জেনে নিন এই দিনের ধর্মীয় গুরুত্ব ফের চালু বাউড়িয়া-বজবজ ফেরি পরিষেবা, খুশি যাত্রীরা, বানের জলে ভেসে গিয়েছিল জেটি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.