বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > অনুপম হাজরার বিরুদ্ধে নালিশ ঠুকলেন সুকান্ত মজুমদার, জেপি নড্ডাকে কী জানালেন?‌

অনুপম হাজরার বিরুদ্ধে নালিশ ঠুকলেন সুকান্ত মজুমদার, জেপি নড্ডাকে কী জানালেন?‌

সুকান্ত মজুমদার-অনুপম হাজরা।

দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডাকে টেলিফোন করে অনুপম হাজরার বক্তব্য তুলে ধরেছেন সুকান্ত মজুমদার। অনুপম হাজরা বক্তব্য যে ‘দলবিরোধী’ সেটাও নালিশ হিসাবে জানিয়েছেন বালুরঘাটের সাংসদ। অনুপমের মন্তব্যে এবং সোশ্যাল মিডিয়ায় পোস্টের জেরে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে জেপি নড্ডার কাছে নালিশ ঠুকেছেন তিনি।

বঙ্গ–বিজেপি এবং তার নেতাদের বিরুদ্ধে ক্রমাগত মুখ খুলেছেন কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। সংবাদমাধ্যম থেকে সোশ্যাল মিডিয়া সর্বত্র কড়া বার্তা দিচ্ছেন তিনি। রাজ্য নেতৃত্বের হাটে হাঁড়ি ভেঙে দিচ্ছেন তিনি। এমনকী সরাসরি রাজ্য নেতৃত্বকে আক্রমণ করতে পিছু পা হচ্ছেন না অনুপম হাজরা। তার জেরে বঙ্গ–বিজেপির নেতারা বেকায়দায় পড়লেও কেন্দ্রীয় নেতা অনুপম হাজরার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারছিলেন না সুকান্ত–অমিতাভরা। অবশেষে আজ, রবিবার অনুপমের বিরুদ্ধে নালিশ ঠুকলেন বিজেপির রাজ্য সভাপতি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বলে সূত্রের খবর। সূত্রের খবর, অনুপম হাজরার বিরুদ্ধে জেপি নড্ডার কাছে নালিশ জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

এদিকে অনুপম প্রস্তুত রয়েছেন কেন্দ্রীয় নেতারা কিছু বললেই তুলে ধরবেন তাঁর সঙ্গে হওয়া ঘটনাবলী। তাছাড়া রাজ্য বিজেপির ছন্নছাড়া সংগঠনের অবস্থাও তৈরি করে রেখেছেন অনুপম। যা চাইলেই পাঠিয়ে দেবেন বলে সূত্রের খবর। বিজেপি সূত্রে খবর, দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডাকে টেলিফোন করে অনুপম হাজরার বক্তব্য তুলে ধরেছেন সুকান্ত মজুমদার। অনুপম হাজরা বক্তব্য যে ‘দলবিরোধী’ সেটাও নালিশ হিসাবে জানিয়েছেন বালুরঘাটের সাংসদ। অনুপমের মন্তব্যে এবং সোশ্যাল মিডিয়ায় পোস্টের জেরে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে জেপি নড্ডার কাছে নালিশ ঠুকেছেন তিনি।

অন্যদিকে গতকালই বিস্ফোরক পোস্ট করেন অনুপম। তাতে বঙ্গ–বিজেপির সাধারণ সম্পাদক সংগঠন অভিতাভ চক্রবর্তী এবং তাঁর নারীঘটিত কীতিকলাপ সামনে নিয়ে আসবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন অনুপম হাজরা। তারপরই চাপ বেড়েছে বঙ্গ–বিজেপি নেতাদের উপর। আবার সোশ্যাল মিডিয়ায় অনুপম কড়া ভাষা প্রয়োগ করে লিখেছেন, ‘‌চোরমুক্ত বিজেপি চাই’। তা নিয়ে আবার সংবাদমাধ্যমেও বিষোদগার করেছেন। এই পরিস্থিতিতে অনুপমকে ক্ষান্ত করতে কেন্দ্রীয় নেতৃত্বই ভরসা। তাই এই গোটা ঘটনা নিয়ে নালিশ ঠোকা হয়েছে।

আরও পড়ুন:‌ দীপাবলিতে তুমুল এক্স যুদ্ধ শুভেন্দু–কুণালের, কড়া জবাবে ‘‌স্পিকটি নট’‌ বিরোধী দলনেতা

আর কী জানা যাচ্ছে?‌ অনুপম হাজরার কথায়, ‘দলের মধ্যে যে সমস্ত ভাইরাস আছে, সেই ভাইরাসকে আগে বের করুন। দরকার পড়লে দু’চারটে থাপ্পড় মারতে হয় মারুন। কোনও অসুবিধা নেই।’ এমন সব মন্তব্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। আবার বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগে দলেরই কেন্দ্রীয় নেতা যদি এমন মন্তব্য করেন তাতে ভোটবাক্সে সরাসরি প্রভাব পড়তে পারে। এমন সব আশঙ্কার কথা নড্ডাকে বলা হয়েছে বলে সূত্রের খবর। এই বিষয়ে সংবামাধ্যমে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘এই ব্যাপারে আমাদের কিছু বলার নেই। তবে উনি যেভাবে একের পর এক মন্তব্য করছেন, তাতে আমাদের মনে হচ্ছে ডাল মে কুছ কালা হ্যায়।’

বাংলার মুখ খবর

Latest News

জেএনএম থেকে এমবিবিএস পাশ করেন নির্যাতিতা, সেখানের দুর্নীতিতে অভীকের নাম উঠছে!‌ 'অনেকসময় মেয়েরা নিজেরাই আগ্রহী থাকে', অরিন্দম বিতর্কে উলটো সুর শ্রীলেখার বাতিল হওয়া ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি কিনে নেবে ওয়েবেল, দাম কেমন পাবেন?কাজও মিলবে চিকিৎসক খুনের রাতে হচ্ছিল পার্টি? আরজি করের ডিউটি রোস্টার চেয়ে তদন্তে CBI মমতাকে লেখা জহরের বিস্ফোরক চিঠির 'পয়েন্টের' সঙ্গে সহমত কুণালও! তবে কি এবার… দলীপ ট্রফির ম্যাচ চলাকালীন DC দলের সতীর্থদের সঙ্গে খুনসুটিতে মাতলেন ঋষভ পন্ত প্যারিসে জ্যাভেলিনের এই থ্রোয়েই জেতেন রুপো, ভারতীয় তারকার মেডেল বদলে গেল সোনায় ‘‌এই ধরনের মানুষদের মনোনয়ন দেওয়াই ঠিক নয়’‌, জহর সরকারকে নিয়ে রায় দিলেন সৌগত হিরো আলমকে আদালতেই গণধোলাই, কান ধরে ওঠবস! বিএনপি-র বিরুদ্ধে হামলার অভিযোগ গায়কের কলেজিয়ামের সিদ্ধান্তকে খারিজ করল সুপ্রিম কোর্ট, এই প্রথম এমন নজির

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.