কলকাতা পুরভোটের প্রচারে দলের নেতা-কর্মীদের মনোবলে ভাটা দেখে ব্যাপক চটলেন বিজেপি নেতা অমিত মালব্য। সোমবার এক দলীয় বৈঠকে এই নিয়ে দলের রাজ্য নেতৃত্বকে তুলোধোনা করেন বিজেপির এরাজ্যের পর্যবেক্ষক। সঙ্গে তিনি বলেন, ভোটের আগে হার মানা চলবে না বিজেপি কর্মীদের।
কলকাতা পুরভোট নিয়ে সোমবার দলের রাজ্য নেতাদের সঙ্গে বৈঠকে বসেন অমিত মালব্য। সেখানে তিনি বলেন, রিপোর্ট বলছে অধিকাংশ ওয়ার্ডে দলের প্রচারই হচ্ছে না। প্রার্থী বলছেন সঙ্গে লোকজন নেই। প্রচারে গিয়ে লাভ কী? লোকজন জোগাড় হচ্ছে না কেন? জবাবে বিজেপি নেতারা বলেন, পুরভোটের প্রচারের জন্য এখনো প্রার্থীদের কোনও টাকা দিতে পারেনি দল। তাই জোরদার প্রচার করা যাচ্ছে না। একথা শুনে মালব্য বলেন, চলতি সপ্তাহেই প্রার্থী বুঝে ১ – ২ লক্ষ টাকা করে দেবে দল।
যে সমস্ত নেতা টিকিট পাননি এদিনের বৈঠকে তাদেরও সঙ্গে নিয়ে চলার বার্তা দেন মালব্য। এদিনের বৈঠকেও দেখা যায়নি অর্জুন সিং ও রাজু বন্দ্যোপাধ্যায়কে।