আমফান দুর্নীতির মতো মা ক্যান্টিনের খরচের তদন্তে বিশেষ ক্যাগ অডিটের দাবিতে আদালতের দ্বারস্থ হতে চলেছে বিজেপি। সোমবার কলকাতায় রাজভবনের সামনে দাঁড়িয়ে একথা বলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই নিয়ে রাজ্যপালকে তিনি একাধিকবার অবগত করেছেন বলেও জানিয়েছেন বিরোধী দলনেতা।
এদিন শুভেন্দুবাবু বলেন, ‘৫ টাকার ডিম – ভাতের মা ক্যান্টিন ২১-২২ অর্থবর্ষে বাজেটে ঘোষণা হয়নি। বাজেটে ঘোষণা হলে ১ এপ্রিল ২০২১ সাল থেকে এই ১০০ কোটি টাকার প্রকল্প চালু হওয়ার কথা। ২৬ ফেব্রুয়ারি নির্বাচন ঘোষণা হয়েছিল। মুখ্যমন্ত্রীর নির্দেশে ১৬ ফেব্রুয়ারি এই ১০০ কোটি টাকা ট্রেজারি থেকে নামিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন পুরসভা, করপোরেশন ইত্যাদি এলাকায়। এটা একটা বড় অর্থনৈতিক দুর্নীতি’।
মা ক্যান্টিনের নামে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে দুর্নীতি হয়েছে বলে দাবি করে শুভেন্দুবাবু বলেন, ‘বাজেটে বরাদ্দ এভাবে লঙ্ঘন করা যায় না। স্পেশ্যাল ক্যাগ অডিট হওয়া দরকার। আমি রাজ্যপালকে বিষয়টি ২ বার জানিয়েছি। আমরা ক্যাগ অডিটের দাবিতে আদালতের দ্বারস্থ হব। যেরকম আমফান দুর্নীতিতে হয়েছে। তবে এক্ষেত্রে আদালতকে সময় বেঁধে দিতে অনুরোধ করব। এটা মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীর নেতৃত্বে ১০০ কোটি টাকার দুর্নীতি। আর সব ফিনান্স অফিসার, ট্রেজারি অফিসাররা এর সঙ্গে যুক্ত’।