তৃণমূলের ‘শহিদ দিবস’এর দিন আরও একবার পালটা কর্মসূচির ডাক দিল বিজেপি। আগামী ২১ জুলাই গণতন্ত্র হত্যা দিবস পালন করবে গেরুয়া শিবির। রবিবার রাজভবনের সামনের ধরনা মঞ্চ থেকে এই ঘোষণা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই দিন রাজ্যজুড়ে থানা ঘেরাও অভিযান করবে তারা।
আরও পড়ুন - ইসলাম ছাড়া অন্য ধর্মে জন্মানো দুর্ভাগ্যের, ফিরহাদের মন্তব্যের বিরোধিতা করলেন না মমতা
পড়তে থাকুন - নিজের বুথে পেয়েছেন ৪১টা ভোট, ও আবার নেতা না কি? হিন্দু ব্লক সভাপতিকে ছাড়াই সভা করলেন হুমায়ুঁ কবির
লোকসভা নির্বাচনে রাজ্যে বিপুল জয়ের পর আগামী ২১ জুলাই কলকাতার ধর্মতলায় বড় করে শহিদ স্মরণ সমাবেশ আয়োজন করতে চলেছে তৃণমূল। ওই সভা থেকেই ২০২৬ বিধানসভা নির্বাচনে দলের রণকৌশল নিয়ে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিতে পারেন বলে মনে করা হচ্ছে। তার আগে রবিবার কলকাতায় রাজভবনের সামনে রাজ্যে ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে ধরনায় বসেন বিজেপি নেতারা। সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে ২১ জুলাই পালটা কর্মসূচি ঘোষণা করেন শুভেন্দু।
তিনি বলেন, আগামী ২১ জুলাই রাজ্যজুড়ে গণতন্ত্র হত্যা দিবস পালন করবেন বিজেপি কর্মীরা। রাজ্যের প্রতিটি থানা ঘেরাও করা হবে।
শুভেন্দুবাবু বলেন, ‘আলু এবং সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি, বিদ্যুতের দাম বাড়ানো, জমি-কেনাবেচার দুই শতাংশ সেস বাড়ানো, পেট্রল-ডিজেলের দাম ১ টাকা করে বাড়ানোর প্রতিবাদে সবাইকে পথে নামার ডাক দিচ্ছি।। ’
তিনি আরও বলেন, বিধানসভার বিরোধী দলনেতা হিসাবে তিনি একটি অনলাইন পোর্টাল চালু করেছেন। সেখানে ভোট দিতে না পারলে যে কেউ অভিযোগ জানাতে পারবেন। সেই নামের তালিকা নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হবেন তিনি।
আরও পড়ুন - মুসলিমরা শুধু বোমা বাঁধবে? আর নিজের বুথে হেরে দল চালাবেন হিন্দু নেতারা? দলীয় বৈঠকে প্রশ্ন TMC নেতার
এছাড়া ২২ জুলাই বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ২১ জুলাই তৃণমূলের সভাস্থলের ঠিক পিছনে সিইএসসির সদর দফতর ভিক্টোরিয়া ভবন ডাক দিয়েছেন শুভেন্দু। ১৭ অগাস্ট নবান্ন অভিযানের জন্য দলকে প্রস্তাব দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।