বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Dengue: ডেঙ্গি ইস্যুতে বিধানসভায় ওয়াকআউট, পথে মশারি বিলি বিজেপির

Dengue: ডেঙ্গি ইস্যুতে বিধানসভায় ওয়াকআউট, পথে মশারি বিলি বিজেপির

বাসযাত্রীকে মশারি দিচ্ছেন শুভেন্দু অধিকারী (নিজস্ব চিত্র)

মঙ্গলবার উত্তরবঙ্গের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে বিধানসভায় মুলতুবি প্রস্তাব জমা দেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। এ নিয়ে আলোচনাও চান তাঁরা। কিন্তু স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এ নিয়ে আলোচনা করতে দেননি। শুধুমাত্র বিধানসভায় মুলতুবি প্রস্তাব পড়তে দেন।

ডেঙ্গি ইস্যুতে মুলতুবি প্রস্তাব নিয়ে আলোচনা না করতে দেওয়ায় বিধানসভা থেকে ওয়াকআউট করল বিজেপি। বিজেপি বিধায়করা বিধানসভা চত্ত্বরে বিক্ষোভও দেখান। বিধানসভার বাইরে পথ চলতি মানুষদের মশারিও বিলি করেন।

মঙ্গলবার উত্তরবঙ্গের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে বিধানসভায় মুলতুবি প্রস্তাব জমা দেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। এ নিয়ে আলোচনাও চান তাঁরা। কিন্তু স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এ নিয়ে আলোচনা করতে দেননি। শুধুমাত্র বিধানসভায় মুলতুবি প্রস্তাব পড়তে দেন। এরই প্রতিবাদে সভাকক্ষ থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। স্লোগান দিতে দিতে বেরিয়ে আসেন তাঁরা। বিধানসভা চত্ত্বরে বিক্ষোভও দেখান।

বিরোধী দলনেতা শুভেন্দু আধিকারী বলেন, 'আমাদের মুলতুবি প্রস্তাব পড়তে দেওয়া হয়েছে কিন্তু তা নিয়ে কোনও আলোচনা করতে দেওয়া হয়নি।' তিনি আরও বলেন,'আমি বিরোধী দলনেতা হিসাবে অধ্যক্ষকে অনুরোধ করেছিলাম, অন্তত সরকার পক্ষের যে কোনও মন্ত্রী বিবৃতি দিয়ে জানান ডেঙ্গি পরিস্থিতি নিয়ে এ পর্যন্ত কী কী পদক্ষেপ করা হয়েছে। অধ্যক্ষ বলেন মুলতুবি প্রস্তাব বিধানসভা পড়তে পারাই যথেষ্ট। তাই আমরা বিক্ষোভ দেখাই।'

পরে শুভেন্দু অধিকারী, মনোজ টিগ্গা, অগ্নিমিত্রা পাল-সহ একাধিক বিজেপি বিধায়করা বিধানসভার লাগোয়া রাস্তায় ডেঙ্গি ইস্যুতে রাজ্য সরকারের ভূমিকার প্রতিবাদ জানান। প্রতীকী মশা নিয়ে, মশারির মধ্যে ঢুকে তাঁরা প্রতিবাদ করেন। পথ চলতি মানুষ ও বাসযাত্রীদের মধ্যে মশারিও বিলি করেন।

বন্ধ করুন