বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Meena Devi Purohit: পুরসভায় অসুস্থ BJP-র মীনাদেবী পুরোহিত, সুস্থ করতে আইসক্রিম এগিয়ে দিলেন TMC মেয়র

Meena Devi Purohit: পুরসভায় অসুস্থ BJP-র মীনাদেবী পুরোহিত, সুস্থ করতে আইসক্রিম এগিয়ে দিলেন TMC মেয়র

অসুস্থ মীনাদেবীকে চিকিৎসা করছেন কাউন্সিলর চিকিৎসক মীনাক্ষী মুখ্যোপাধ্যায়, রয়েছেন মেয়র

সোমবার অধিবেশনে বক্তব্য রাখার সময় অসুস্থ বোধ করেন বিজেপি কাউন্সিলর। তাঁর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। অসুস্থ অবস্থায় তাঁকে বক্তব্য রাখতে নিষেধ করেন চেয়ারপার্সন মালা রায়।

কলকাতা পুরসভার অধিবেশন চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন বিজেপি কাউন্সিলর মীনাদেবী পুরোহিত। অধিবেশনে বক্তব্য রাখছিলেন তিনি। তাঁর অসুস্থতাকে কেন্দ্র করে নজিরবিহীন ছবি দেখল কলকাতা পুরসভা।

সোমবার অধিবেশনে বক্তব্য রাখার সময় অসুস্থ বোধ করেন বিজেপি কাউন্সিলর। তাঁর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। অসুস্থ অবস্থায় তাঁকে বক্তব্য রাখতে নিষেধ করেন চেয়ারপার্সন মালা রায়। বিজেপি কাউন্সিলরে শারীরিক অসুস্থতা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন অন্যান্যরাও। তাঁকে নিজের ঘের নিয়ে গিয়ে বসানো হয়। ছুটে আসেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষও।

পুরসভার অপর এক কাউন্সিলর চিকিৎসক মীনাক্ষী মুখ্যোপাধ্যায় মীনাদেবী পুরোহিতের শারীরিক অবস্থা পরীক্ষা করে দেখেন। জানা যায় তাঁর শরীরের সুগারের পরিমাণ হঠাৎ কমে গিয়েছিল। সে কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।

তাঁর অসুস্থতাকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি উভয় কাউন্সিলর উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। সবাই তাঁর ঘরের কাছে ভিড় করেন। সুগারের পরিমাণ কমে যাওয়ায় তাঁর জন্য আইসক্রিম আনা হয়। মেয়র ফিরহাদ হাকির নিজে আইসক্রিমের উপর চকলেট টপিংস সাজিয়ে দেন। আইসক্রিম খাওয়ার পর কিছুটা সুস্থ বোধ করেন বিজেপি কাউন্সিলর। তবে তাঁর অসুস্থতাকে কেন্দ্র করে সব দলের কাউন্সিলরের যে উদ্বেগ ছিল চোখে পড়ার মতো। মেয়র নিজে তার চিকিৎসার তদারকি করেন।

বন্ধ করুন