বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > BJP: দোলে ‘শুদ্ধিকরণ’! গঙ্গাজলে ধোয়ানো হল BJP-র মুরলিধর সেন লেন অফিসের চৌকাঠ

BJP: দোলে ‘শুদ্ধিকরণ’! গঙ্গাজলে ধোয়ানো হল BJP-র মুরলিধর সেন লেন অফিসের চৌকাঠ

মুরলীধর সেন লেনে পার্টি অফিসের চৌকাঠ গঙ্গাজল দিয়ে ধুয়ে দেওয়া হয়। (টুইটার)

দলের রাজ্য দফতরে সকাল থেকেই ছিল উৎসেবের আমেজ। বিভিন্ন জায়গা থেকে আসা দলীয় কর্মীর পরস্পরকে গেরুয়া আবীর মাখিয়ে দেন। ওঠে জয় শ্রীরাম ধ্বনি। এরই মাঝে রাজ্য অফিসের মূল দ্বারের চৌকাঠ ধুয়ে দেওয়া হয়।

দোলের দিনে মুরলীধর সেন লেনে পার্টি অফিসের চৌকাঠ গঙ্গাজল দিয়ে ধুয়ে 'শুদ্ধিকরণ' করলেন বিজেপির 'আদি' নেতাদের একাংশ। দলের রাজ্য দফতরে সকাল থেকেই ছিল উৎসেবের আমেজ। বিভিন্ন জায়গা থেকে আসা দলীয় কর্মীর পরস্পরকে গেরুয়া আবীর মাখিয়ে দেন। ওঠে জয় শ্রীরাম ধ্বনি। এরই মাঝে রাজ্য অফিসের মূল দ্বারের চৌকাঠ ধুয়ে দেওয়া হয়।

এদিন বিজেপি নেতা নারায়ণ চট্টোপাধ্যায়ের উদ্যোগেই এই গঙ্গাজলে চৌকাঠ ধোয়া কর্মসূচি নেওয়া হয়। কেন এই উদ্যোগ তাঁর জবাবে বলেন, 'যাঁরা দলে এসেছিলেন, তাঁরা নিজেদের স্বার্থসিদ্ধির উদ্দেশেই এসেছিলেন। পরে আবার তাঁর চলে গিয়েছেন। বিজেপি করা অত সহজ নয়। এটা তারা বুঝে গিয়েছেন। এর পর আর যাতে কেউ বিজেপির ক্ষতি না করতে পারে সেজন্য গঙ্গাসাগরের জল এনে চৌকাঠ ধুলাম।'

তিনি আরও বলেন,'প্রথমে নেতারা বুঝতে পারেননি কার মনে কী রয়েছে। তাঁরা সবাইকে স্বাগত জানিয়েছেন।' তাঁর কথায়,'দলের পুরনো সৈনিক হিসাবে শুদ্ধিকরণ কর্মসূচি নিয়েছি।'

প্রশ্ন উঠছে হঠাৎ কেন শুদ্ধিকরণ কর্মসূচি? রাজনৈতিক মহলের ব্যাখ্যা, আদি বিজেপির একাংশ চাইছেন না লোকসভা নির্বাচনের আগে একুশের পুনরাবৃত্তি হোক। সেই সময় যে ভাবে তৃণমূল থেকে একঝাঁক নেতা বিজেপিতে যোগ দিয়েছিল। তার একটা বড় অংশ আবার তৃণমূলে ফিরে গিয়েছেন। ২০২৪-র আগে তেমনটা যাতে না হয় এই ‘শুদ্ধিকরণ’-এর মাধ্যমে তার বার্তায় রাজ্য নেতাদের দিয়ে রাখলেন নারায়ণ চট্টোপাধ্যায়রা।

বন্ধ করুন