বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Bhawanipore By-Poll: 'আতঙ্কে সরকার', মদনের পাড়ায় বাগযুদ্ধে জড়ালেন টিবরেওয়াল

Bhawanipore By-Poll: 'আতঙ্কে সরকার', মদনের পাড়ায় বাগযুদ্ধে জড়ালেন টিবরেওয়াল

ভবানীপুরে বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল (ছবি সৌজন্যে পিটিআই) (PTI)

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ১২৬ নম্বর বুথে মক পোল শুরু হতে দেরি হয়। সেখানেই বাগযুদ্ধে জড়ালেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল।

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ১২৬ নম্বর বুথে মক পোল শুরু হতে দেরি হয়। সেখানেই বাগযুদ্ধে জড়ালেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। প্রসঙ্গত, ১২৬ নম্বর বুথটি মদন মিত্রের পাড়া হিসেবে পরিচিত। সেখানেই বুথ জ্যামের অভিযোগ আনেন প্রিয়াঙ্কা। এদিকে বিজেপির অভিযোগ করলেও নির্বাচন কমিশন এই প্রেক্ষিতে জানিয়ে দেয় যে কোথাও কোনও রিগিং হয়নি। তবে মক ভোট শুরু হতে দেরি হওয়ার কথা স্বীকার করা হয় নির্বাচন কমিশনের তরফে। এদিকে ১২৬ নম্বর বুথ জ্যামের অভিযোগ নিয়ে প্রিয়াঙ্কার অভিযোগ উড়িয়ে দেন ফিরহাদ হাকিম।

এদিন ভোটগ্রহণের আগে থেকে কেন্দ্রের বিভিন্ন বুথে ঘুরে বেরান প্রিয়াঙ্কা টিবরেওয়াল। তিনি সংবাদসংস্থা এএনআইকে বলেন, 'আমরা সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছি। নিরাপত্তা মোতায়েন খুবই গুরুত্বপূর্ণ। আমি আজ এলাকার ভোটকেন্দ্র পরিদর্শন করব। রাজ্য সরকার এখন আতঙ্কের মধ্যে রয়েছে।'

এরপরই ১২৬ নম্বর বুথে গিয়ে মদন মিত্রের দিকে আঙুল তুলে প্রিয়াঙ্কা টিবরেওয়াল অভিযোগ করেন, 'মদন মিত্র (তৃণমূল কংগ্রেস বিধায়ক) ইচ্ছাকৃতভাবে ভোটিং মেশিনটি বন্ধ করে দিয়েছেন কারণ তিনি বুথটি দখল করতে চান।'

এদিন প্রথম থেকেই ভবানীপুরের কম ভোটের হার নিয়ে তৃণমূলের 'দাদাগিরি'কে কাঠগড়ায় দাঁড় করান প্রিয়াঙ্কা। তিনি অভিযোগ করেন ভুটগ্রহণ রুখতে তৃণমূল আবাসনের গেটে তালা লাগানো হয়েছে। তবে তিনি বলেন, 'আমি মানুষকে বার বার অনুরোধ করছি ভয় না পেতে। তাঁদের বসেছি নামুন (বহুতল থেকে) আর ভোট দিন। আমি সবটাই মানুষের উপর ছেড়ে দিয়েছি। যদি মানুষ চায় তা হলে দেখবেন, যা নন্দীগ্রামে হয়েছে, তা ভবানীপুরেও হবে।'

 

বন্ধ করুন