ইলেক্ট্রিক চুল্লিতে শব দাহ করার সময় মৃতদেহের সঙ্গে বালিশ – লেপ - তোশক দেওয়া যাবে না। এমনই নির্দেশিকা জারি করল কলকাতা পুরসভা। পুরসভা সূত্রে জানা গিয়েছে এর জেরে ইলেক্ট্রিক চুল্লির দূষণ নিরোধক ব্যবস্থা খারাপ হয়ে যাচ্ছে। যার ফলে ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষেরই।
আরও পড়ুন - বিরাট ভূমিকম্প আসবে, ৪ জুনের পর সব পরিবারবাদী পার্টি ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে: নরেন্দ্র মোদী
পড়তে থাকুন - মহিলাদের ফোন নম্বর জোগাড় করতে সরকারি প্রকল্পের ফর্ম ফিল আপ করাচ্ছেন TMC নেতারা
কলকাতা পুরসভা থেকে জারি নির্দেশিকায় বলা হয়েছে, মৃতদেহের সঙ্গে বৈদ্যুতিক চুল্লিতে লেপ – তোশক বা বালিশ দেওয়া যাবে না। এই সব জিনিস পুড়ে যে ধোঁয়া তৈরি হয় তা মানুষের জন্য ক্ষতিকারক। বালিশ তোষক পোড়া ধোঁয়ায় শ্মশানের আসেপাশের বাসিন্দাদের শ্বাসকষ্ট হচ্ছে। মৃতদেহের ওপর একটি চাদর দেওয়া যেতে পারে বড়জোর।
কলকাতা পুরসভার নিয়ন্ত্রণাধীন সাতটি শ্মশানের ২৫টি ইলেক্ট্রিক চুল্লির প্রতিটিতে লাগানো রয়েছে বায়ুদূষণ রোধী প্রযুক্তি। পুরসভা সূত্রে জানা গিয়েছে, লেপ – তোষক বালিশ পোড়া ধোঁয়ায় সেই সমস্ত যন্ত্র দ্রুত খারাপ হয়ে যাচ্ছে। যন্ত্র সারাতে দেরি হলে শ্মশানের আসেপাশের বাসিন্দাদের বিষাক্ত ধোঁয়ার মধ্যে শ্বাস নিতে হচ্ছে। এর ফলে এলাকায় ক্ষোভ তৈরি হচ্ছে। বাড়ছে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা।
আরও পড়ুন - পিসি- ভাইপো যার বাড়িতেই লুকিয়ে থাকুক, সওকতকে চুলের মুঠি ধরে জেলে ভরা উচিত CBIএর: শুভেন্দু অধিকারী
তবে নিমতলা শ্মশান সূত্রে জানা গিয়েছে, সেখানে দীর্ঘদিন ধরেই লেপ – তোশক চুল্লিতে ঢোকাতে দেওয়া হয় না। দেহের ওপর একটি সাদা চাদর দিয়ে দেহ ইলেক্ট্রিক চুল্লিতে ঢোকানো হয়।