বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > BMC: সল্টলেক- রাজারহাটে ফাঁকা প্লটগুলি পরিষ্কার করার পরিকল্পনা, বড় উদ্যোগ

BMC: সল্টলেক- রাজারহাটে ফাঁকা প্লটগুলি পরিষ্কার করার পরিকল্পনা, বড় উদ্যোগ

সল্টলেকে বড় উদ্যোগ (ছবিটি প্রতীকী, সৌজন্য এএফপি)

বিএমসির পরিকল্পনা, অন্তত ২০জন শ্রমিককে এই কাজে নিয়োগ করা হবে। যন্ত্রপাতিও ব্যবহার করা হবে। এজেন্সি মারফৎই এই সাফাই কাজ হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টে পর্যন্ত এই সাফাই কাজ চলবে। ধাপা ডাম্পিং গ্রাউন্ডে এই আবর্জনা নিয়ে ফেলা হবে।

সল্টলেক ও রাজারহাট গোপালপুর এলাকায় সমস্ত খালি প্লট পরিষ্কার করবে বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন। সূত্রের খবর, এই জায়গাগুলি একেবারে মশার আঁতুরঘর হয়ে গিয়েছে। এর জেরে সমস্য়া বাড়ছে। বিভিন্ন জায়গায় যেভাবে ডেঙ্গি ছড়াচ্ছে তাতে উদ্বেগ আরও বাড়ছে। আর সেই নিরিখেই এবার বড় সিদ্ধান্ত নিচ্ছে বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন।

এই সাফাই কাজে একটি এজেন্সিরও সহায়তা নেবে বিএমসি। শ্রমিক সরবরাহ করা, হাইড্রলিক ডাম্পার দেওয়ার কাজ করবে ওই সংস্থা।

এদিকে সল্টলেক ও তার পার্শ্ববর্তী এলাকায় অন্তত ১০০টি এই ধরনের প্লট রয়েছে। সেখানে দিনের পর দিন ধরে আবর্জনা ফেলা হচ্ছে। সেই জায়গাগুলি একেবারে আবর্জনার স্তুপ হয়ে গিয়েছে। তবে বিধাননগর পুরসভা ইতিমধ্যেই আবেদন জানিয়েছে ওই এলাকাগুলিতে আবর্জনা ফেলবেন না।

বিএমসি সূত্রে খবর, অধিকাংশক্ষেত্রেই জায়গাগুলি স্টেট আর্বান ডেভেলপমেন্ট দফতরের অধীনে রয়েছে। পুরকর্তৃপক্ষ ওই জায়গাগুলি পরিষ্কার রাখতে সব উদ্যোগ নিচ্ছে। কিন্তু তবুও সীমিত ক্ষমতার মধ্যে তা পরিষ্কার করা সম্ভব হচ্ছে না। সেকারণেই এবার এজেন্সি নিয়োগ করে জায়গাগুলি পরিষ্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিএমসির পরিকল্পনা, অন্তত ২০জন শ্রমিককে এই কাজে নিয়োগ করা হবে। যন্ত্রপাতিও ব্যবহার করা হবে। এজেন্সি মারফৎই এই সাফাই কাজ হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টে পর্যন্ত এই সাফাই কাজ চলবে। ধাপা ডাম্পিং গ্রাউন্ডে এই আবর্জনা নিয়ে ফেলা হবে। 

বন্ধ করুন