বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > বাড়ি পৌঁছল কর্নাটকে বিষাক্ত গ্যাসে নিহত ৫ শ্রমিকের দেহ

কর্নাটকে বিষাক্ত গ্যাসে মৃত রাজ্যের ৫ শ্রমিকের দেহ মঙ্গলবার বিকেলে দমদম বিমানবন্দরে পৌঁছল। উত্তর ২৪ পরগনার দেগঙ্গা ব্লকের বাসিন্দা ৫ শ্রমিকের পরিবারের হাতে দেহ তুলে দিয়েছে রাজ্য প্রশাসন।

কর্নাটকের ভাজপে থানা এলাকায় দিন মজুরের কাজ করতেন ৫ জন। রবিবার একটি নালা পরিষ্কার করতে নামেন তাদের একজন। ম্যানহোলে নেমে অসুস্থ হয়ে পড়েন তিনি। এর পর একে একে আরও ৪ জন তাদের উদ্ধার করতে গিয়ে জ্ঞান হারান। শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে ভর্তির আগেই মৃত্যু হয় ২ জনের। সোমবার মৃত্যু হয় আরও ৩ জনের। মঙ্গলবার বিকেলে তাদের দেহ দমদম বিমানবন্দরে পৌঁছয়। এর পর দেহগুলি পরিবারের হাতে তুলে দেন সরকারি আধিকারিকরা। কনভয় করে দেহ নিয়ে যাওয়া হয় দেগঙ্গায়।

পরিবারের তরফে জানানো হয়েছে, মৃতরা প্রায় ৮ মাস আগে দিনমজুরি করতে কর্নাটকে গিয়েছিল। একটি কারখানায় খাবার প্যাকেজিংয়ের কাজ করতেন তাঁরা। এদের মধ্যে ওমর ফারুক ও সামিউল ইসলামের বাড়ি দেগঙ্গার ফাজিলপুরে, নিজামুদ্দিনের বাড়ি আমুলিয়ায়। সরাফত আলি ও মিরাজউলের বাড়ি দোগাছিয়া গ্রামে। ঘটনার খবর আসার পর থেকে এলাকা জুড়ে শোক বইছে। তর তাজা ছেলেগুলোর এই পরিণতিতে বাকরুদ্ধ স্থানীয়রা। ওদিকে পরিবারের রোজগেরে পুরুষের মৃত্যুতে ভবিষ্যত নিয়ে আশঙ্কিত মৃতদের পরিজনরাও।

 

বন্ধ করুন