কলকাতা লাগোয়া বাঁশদ্রোণীতে নর্দমা থেকে উদ্ধার হল যুবকের দেহ। মঙ্গলবার সকালে বাঁশদ্রোণীর বিদ্যাসাগর পার্ক এলাকায় নর্দমায় দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশকর্মীরে এসে দেহটি উদ্ধার করে।
বাঁশদ্রোণী থানা সূত্রে জানা গিয়েছে, নিহত যুবকের নাম বালেশ্বর দাস। তিনি কলকাতা পুরসভার কর্মী। মঙ্গলবার বেলা ১১টা নাগাদ বিদ্যাসাগর পার্ক এলাকায় নর্দমায় তাঁর দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরনে ছিল প্যান্ট ও শার্ট। পরিচয়পত্র ছাড়াও যুবকের পকেট থেকে একটি বন্ধ মোবাইল ফোন উদ্ধার হয়েছে।
দেহ উদ্ধার করে MR বাঙুর হাসপাতালে নিয়ে যান পুলিশকর্মীরা। সেখানে যুবককে মৃত ঘোষণা করা হলে দেহ পাঠানো হয় ময়নাতদন্তে।
যুবক কী ভাবে নর্দমায় পড়লেন জানতে তদন্তে নেমেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ। এই ঘটনায় সকাল ১১টা নাগাদ ওই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।
এক প্রত্যক্ষদর্শী বলেন, হঠাৎ দেখি নর্দমায় এক যুবক পড়ে রয়েছে। দেহে কোনও সাড়া নেই। যুবক এলাকার কেউ নন বলে নিশ্চিত হওয়ার পর পুলিশে খবর দিই। কী ভাবে একজন এখানে নর্দমায় পড়ে মারা গেলেন বোধগম্য হচ্ছে না। পুলিশের দাবি, এটি খুন না দুর্ঘটনা জানতে তদন্ত হচ্ছে। যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হচ্ছে। যুবক মত্ত ছিলেন কি না তা জানতেও চলছে তদন্ত।