মালদহের ইংরেজবাজারের স্থানীয় তৃণমূল নেতা নেপাল চৌধুরী। দিন কয়েক আগে মালদহের উল্কাকালী মন্দিরের কাছে খুব কাছ থেকে তাকে গুলি করা হয়েছিল। মালদহ মেডিকেল কলেজ থেকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে। শুক্রবার অপারেশন হয় ওই তৃণমূল নেতার। কিন্তু গুলিটি ঠিক কোথায় আটকে রয়েছে সেটা খুঁজে বের করাটাই চিকিৎসকদের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এরপর ল্যাপ্রোস্কপি করে গুলির অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়ার চেষ্টা করেন চিকিৎসকরা। এদিকে সচরাচর ওপেন সার্জারি করেই বুলেট বের করা হয়। কিন্তু এক্ষেত্রে অতিরিক্তি চর্বির কারণে বুলেটের অবস্থান জানতেই অনেকটা সময় কেটে যায়। শেষ পর্যন্ত দীর্ঘক্ষণের চেষ্টায় বুলেটটিকে খুঁজে পান চিকিৎসকরা। এজন্য প্রায় দেড় ঘণ্টা কেটে যায় চিকিৎসকদের। প্রায় তিনঘণ্টা ধরে অপারেশন করার পরে চিকিৎসকরা বুলেটটিকে বের করতে পারেন। তবে আপাতত তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।
এদিকে অভিজ্ঞ চিকিৎসকদের মতে সাধারণত কাছ থেকে গুলি করলে তা শরীর ভেদ করে বেরিয়ে যায়। কিন্তু নেপাল চৌধুরীর শরীরের ওজন প্রায় ১৪০ কেজি। মাত্র ৫ ফুট দূরত্ব থেকে গুলি করা সত্ত্বেও বুলেট তার শরীরেই থেকে যায়। তবে বুলেট তার শরীরের একাধিক অঙ্গকে ক্ষতিগ্রস্ত করে। এদিকে চিকিৎসকরা বুঝতে পারেন গুলি তার মলদ্বারের কাছে আটকে রয়েছে। শরীরের গুলি থেকে যাওয়ার কারণে নানা সমস্যা হচ্ছিল ওই ব্যক্তির। অপারেশন করে গুলি বের করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।
ট
ট