বাদুড়ঝোলা ভিড়ের জন্য খ্যাতি গোটা বিশ্বজুড়ে। সেই বনগাঁ লোকালের যাত্রীদের বড়দিনের উপহার দিতে চলেছে পূর্ব রেল। ২৫ ডিসেম্বর থেকে চালু হতে চলেছে এক জোড়া নতুন বনগাঁ লোকাল। যাতে সকালে কলকাতামুখি ভিড়ের কিছুটা সুরাহা হবে বলে মনে করা হচ্ছে।
শিয়ালদা DRM অফিস সূত্রে খবর, ২৪ ডিসেম্বর এক জোড়া বারাসত – বনগাঁ লোকালের উদ্বোধন হবে। ২৫ ডিসেম্বর থেকে নিয়মিত চলবে ট্রেনটি। সকাল ৬টা ২০ মিনিটে বারাসত থেকে রওনা হবে ট্রেনটি। বনগাঁ পৌঁছবে ৭টা ২০ মিনিটে। বনগাঁ থেকে ছাড়বে ৭টা ৪১ মিনিটে। বারাসত পৌঁছবে ৮টা ৪৮ মিনিটে। বনগাঁমুখি ট্রেনে তেমন একটা সুবিধা না হলেও ফিরতি ট্রেনটি ব্যস্ত সময়ে যাত্রীর চাপ অনেকটাই কমাবে বলে মনে করা হচ্ছে।

নতুন বনগাঁ বারাসত লোকালের সময় সারণি।
দীর্ঘদিন ধরে বনগাঁ শাখায় ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়ে আসছেন যাত্রীরা। করোনার লকডাউনের পর থেকে বন্ধ বহু পরিষেবা। তারই মধ্যে নতুন এই ট্রেন যাত্রীদের যন্ত্রণা কতটা কমাতে সেটাই দেখার।