বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > নিউ টাউনে খোঁজ পাওয়া গেল বনির ল্যান্ড রোভার গাড়ির, মালিক বললেন…

নিউ টাউনে খোঁজ পাওয়া গেল বনির ল্যান্ড রোভার গাড়ির, মালিক বললেন…

বনি সেনগুপ্ত। ফাইল ছবি

কসবার একটি শো-রুমে তিনি গাড়িটি বিক্রি করেন। এর পর কসবার সেই শো-রুমে যান ইডির আধিকারিকরা। সেখানে জানা যায়, গাড়িটির বর্তমান মালিক শৌভিক মুখোপাধ্যায় নামে এক যুবক। তিনি নিউ টাউনের উত্তরা আবাসনের তৃতীয়া টাওয়ারের বাসিন্দা।

খোঁজ পাওয়া গেল বনি সেনগুপ্তের বহুচর্চিত বিলাসবহুল রোলস রয়েস গাড়ি। কুন্তল ঘোষের কাছ থেকে ৪০ লক্ষ টাকা নিয়ে বনি এই গাড়ি কিনেছিলেন বলে ইডির তরফে দাবি করা হয়েছে। সেই গাড়ির পাওয়া গেল নিউ টাউনের উত্তরা আবাসনে। জানা গিয়েছে গাড়ির নতুন মালিকের নামও।

কুন্তলের নিয়োগ দুর্নীতির টাকায় বিলাসবহুল ল্যান্ড রোভার ডিসকভারি গাড়িটি কিনেছিলেন বলে স্বীকার করেছেন অভিনেতা বনি সেনগুপ্ত। গাড়ির দাম বাবদ কুন্তল গাড়ির শো রুমে ৪০ লক্ষ টাকা দিয়েছিলেন বলে মেনে নিয়েছেন তিনি। সঙ্গে বনি এও জানিয়েছিলেন, ২০২১ সালে গাড়িটি বিক্রি করে দেন তিনি। কসবার একটি শো-রুমে তিনি গাড়িটি বিক্রি করেন। এর পর কসবার সেই শো-রুমে যান ইডির আধিকারিকরা। সেখানে জানা যায়, গাড়িটির বর্তমান মালিক শৌভিক মুখোপাধ্যায় নামে এক যুবক। তিনি নিউ টাউনের উত্তরা আবাসনের তৃতীয়া টাওয়ারের বাসিন্দা। রবিবার সেখানে গিয়ে দেখা যায় আবাসনের পার্কিংয়ে রাখা আছে গাড়িটি। তবে শৌভিকবাবুর দেখা পাওয়া যায়নি। জানা গিয়েছে, তিনি বিদেশে রয়েছেন। আবাসনের নিরাপত্তারক্ষীরা জানিয়েছেন, কলকাতায় এলে সপরিবারে গাড়িটি ব্যবহার করেন শৌভিকবাবু।

ফোনে শৌভিক মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিজ্ঞাপন দেখে গাড়িটি কিনেছিলাম। গাড়ির প্রাক্তন মালিক কে তা জানা ছিল না। বনি সেনগুপ্তকে ব্যক্তিগতভাবে চেনেন না তিনি।

 

বন্ধ করুন