বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ২ বছর দলের সঙ্গে যোগাযোগ নেই, ED-র তলবের পর বনির দায় ঝাড়লেন শুভেন্দু

২ বছর দলের সঙ্গে যোগাযোগ নেই, ED-র তলবের পর বনির দায় ঝাড়লেন শুভেন্দু

বিজেপিতে যোগদান করছেন বনি সেনগুপ্ত।

শুভেন্দুবাবু বলেন, ‘দু’বছর হয়ে গেল বনি সেনগুপ্তর সঙ্গে পার্টির কোনও সম্পর্ক নেই। আমাদের পার্টি এসব বরদাস্ত করে না। ২ মাসের জন্য যোগদান করেছিলেন, সেলিব্রিটি। ভোটের সময় সেলিব্রিটিরা সব রাজনৈতিক দলেি যোগদান করেন। তৃণমূলেও অনেকে যোগদান করেছেন।

নিয়োগ দুর্নীতিতে ইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়া অভিনেতা বনি সেনগুপ্তের দায় ঝেড়ে ফেললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বিধানসভায় সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ২ বছর ধরে বনি সেনগুপ্তের সঙ্গে বিজেপির কোনও যোগাযোগ নেই।

এদিন শুভেন্দুবাবু বলেন, ‘দু’বছর হয়ে গেল বনি সেনগুপ্তর সঙ্গে পার্টির কোনও সম্পর্ক নেই। আমাদের পার্টি এসব বরদাস্ত করে না। ২ মাসের জন্য যোগদান করেছিলেন, সেলিব্রিটি। ভোটের সময় সেলিব্রিটিরা সব রাজনৈতিক দলেি যোগদান করেন। তৃণমূলেও অনেকে যোগদান করেছেন। অনেকে জিতেছেন। কিন্তু তিনি যদি এই ধরণের টাকা নিয়ে থাকেন তাঁকে নিজেকেই সেটা সামলাতে হবে। তার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। ২০২১এর ২ মে থেকে আজ প্রায় ২ বছর হতে গেল, ওনার সঙ্গে আমাদের দলের কোনও সম্পর্ক নেই’।

বলে রাখি, বনির মা পিয়া সেনগুপ্ত তৃণমূলের অভিনেতা সংগঠনের অন্যতম নেত্রী। তাঁর জেলে বিজেপিতে যোগদান করায় টালিগঞ্জে বেশ শোরগোল পড়েছিল। যদিও পিয়া সেনগুপ্ত দাবি করেছিলেন, তাঁর সঙ্গে কথা না বলেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন বনি। যদিও টলি পাড়ার একাংশে গুঞ্জন, বিধানসভা নির্বাচনে বিজেপি জিতে যেতে পারে এমন গুঞ্জনে ছেলেকে বিজেপিতে যোগদান করেছিলেন পিয়া। যাতে ভোটের পরে নিজের যোগদানের হিড়িক পড়লে তাঁর পদ পেতে সমস্যা না হয়।

 

বন্ধ করুন