হঠাৎ কলকাতা পুরসভায় বউবাজারে মেট্রো বিপর্যয় নিয়ে বৈঠকটি বাতিল হয়ে গেল। এবার এই গুরুত্বপূর্ণ এবং উচ্চপর্যায়ের বৈঠকটি হবে নবান্নে। আজ, শনিবার বিকেল ৪টে নাগাদ মুখ্যসচিবের নেতৃত্বে বৈঠক হতে চলেছে। এই বৈঠকে ভার্চুয়ালি অংশ নেওয়ার সম্ভাবনা রযেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিশেষজ্ঞদের দেওয়া রিপোর্ট নিয়ে ওই বৈঠকে মেট্রো কর্তাদের সঙ্গে কথা হবে বলে খবর।
ঠিক কী ঘটেছিল বউবাজারে? ইস্ট–ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজে করতে গিয়ে বৃহস্পতিবার বউবাজারের মদন দত্ত লেনে ১০টি বাড়িতে ফাটল দেখা যায়। তাতে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। মাটি ভেদ করে জল ঢুকতে থাকে সুড়ঙ্গে। তার জেরেই ফাটল ধরে বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় বাড়ির বাইরে বেরিয়ে আসতে হয় বাসিন্দাদের। মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্বয়ং মেয়র ফিরহাদ হাকিম। আজ কেমিক্যাল গ্রাউটিংয়ের মাধ্যমে সুড়ঙ্গে জল ঢোকা বন্ধ করা গিয়েছে।
ঠিক কী বলেছিলেন মেয়র? রাজ্যের মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম ক্ষোভের সঙ্গে বলেছিলেন, ‘জোড়াতাপ্পি দিয়ে কাজ করছে মেট্রো। এভাবে সমস্যার সমাধান হবে না। স্থায়ী সমাধান চাই। সেক্ষেত্রে ওই জায়গা সম্পূর্ণরূপে গুঁড়িয়ে দিয়ে নতুন করে বাড়ি তৈরি করে দেওয়া উচিত। কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য ওদের উচ্চপদস্থ কেউ আসছে না! আমরা আগেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদেরকে এবং মাটি বিশেষজ্ঞদেরকে ডেকেছিলাম। প্রয়োজনে আবার ডাকব। আজ, শুক্রবার হয়ত হবে না। তবে আগামীকাল, শনিবারের মধ্যেই তাঁদের সঙ্গে কথা বলব।’
তারপর ঠিক কী ঘটল? বউবাজারে মেট্রো বিপর্যয় নিয়ে মেয়র ফিরহাদ হাকিম আজ কেএমআরসিএল কর্তৃপক্ষের সঙ্গে দুপুর ১২টায় কলকাতা পুরসভায় একটি বৈঠকের ডাক দেন। কিন্তু শেষ মুহূর্তে ওই বৈঠকটি বাতিল করা হয়। যদিও তার কারণ জানা যায়নি। তখন ঠিক হয় বিকেল ৪টেয় নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক ডাকা হয়েছে। মুখ্যসচিবের নেতৃত্বে ওই বৈঠকে থাকার কথা মেট্রোরেল এবং রেল কর্তৃপক্ষের। ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।