মেট্রোর কাজের জের। ফের বউ বাজারের একের পর এক বাড়়িতে ফাটল। ঘরছাড়া অনেকে। আলোর উৎসবের আগে জমাট বাঁধা অন্ধকার নামল বউবাজারে। মাথার ছাদটাও হয়তো থাকবে না অনেকের।
1/5২০১৯ সাল। দুর্গাপুজোর আগে কার্যত আকাশ ভেঙে পড়েছিল বউবাজারে। সেবারও বউবাজারের এলাকায় একের পর এক বাড়িতে ফাটল দেখা দিয়েছিল। মেট্রোর কাজের জন্য়ই সেই ফাটল কার্যত রাতের ঘুম কেড়ে নিয়েছিল বাসিন্দাদের। এবার ২০২২ সাল। দুর্গাপুজোটা কোনওরকমে কেটেছে। আর কালীপুজোর ঠিক আগে বিপর্যয় নেমে এল সেই বউবাজারেই। মেট্রোর টানেলে ভোররাত থেকে হু হু করে জল ঢুকছে। আর ফের একের পর এক বাড়িতে ফাটল। আগামী দিনে কী হবে, বাপ ঠাকুর্দার আমলের বাড়়ি ছেড়ে কোথায় আশ্রয় নেবেন কিছুই বুঝতে পারছেন না বাসিন্দারা। বুকফাটা কান্না ছাড়া সত্যিই কি আর কিছু করার আছে? (HT Photo) (Utpal Sarkar)
2/5এই ভয়াবহ পরিস্থিতির জেরে কান্নায় ভেঙে পড়েন বাসিন্দারা। উৎসবের মরসুমে এভাবে বাড়িছাড়া হতে হবে এটা ভাবেননি তাঁরাও।(ANI Photo) (Utpal Sarkar)
3/5দুর্গাপিতুরি লেনের পাশের গলি মদন দত্ত লেন ও তার বিপরীতে বিবি গাঙ্গুলি স্ট্রিটের একাধিক বাড়িতে ফাটল দেখা দিয়েছে বলে খবর। ছাদেতেও চিড় ফাটল। বাড়ির মেঝেতেও ফাটল।মদন দত্ত লেনের ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের জন্য আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছে মেট্রো রেল।(PTI Photo) (Utpal Sarkar)
4/5বিপজ্জনক বাড়িতে না থাকার জন্য় পুলিশ মাইকিংও করছে। দুর্গাপিতুরি, স্যাকরাপাড়ার পরে এবার মদন দত্ত লেনের অন্তত ১০টি বাড়িতে ফাটল (ANI Photo) (Utpal Sarkar)
5/5সূত্রের খবর ক্রশ প্যাসেজের কাজের সময়ই আচমকা কোনও বিপত্তি হয়েছে। দিন পনেরোর মধ্যে ক্ষতিপূরণের আশ্বাস। কিন্তু দুর্গতদের একটাই প্রশ্ন আর কতদিন ধরে এই অনিশ্চয়তার মধ্যে দিন কাটবে? মাথার উপর ছাদটাই আর থাকল না।(PTI Photo) (Utpal Sarkar)