বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Metro: বউবাজারে একের পর এক বাড়িতে ফাটল, দেওয়ালির আগে নামল অন্ধকার

Metro: বউবাজারে একের পর এক বাড়িতে ফাটল, দেওয়ালির আগে নামল অন্ধকার

মেট্রোর কাজের জের। ফের বউ বাজারের একের পর এক বাড়়িতে ফাটল। ঘরছাড়া অনেকে। আলোর উৎসবের আগে জমাট বাঁধা অন্ধকার নামল বউবাজারে। মাথার ছাদটাও হয়তো থাকবে না অনেকের।