বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > অবশেষে সুড়ঙ্গের ফাটল দিয়ে জল বেরনো বন্ধ হল বউবাজারে, তবু কাটছে না উদ্বেগ

অবশেষে সুড়ঙ্গের ফাটল দিয়ে জল বেরনো বন্ধ হল বউবাজারে, তবু কাটছে না উদ্বেগ

বউবাজারে একটি বাড়ির ফাটল দেখাচ্ছেন এক বাসিন্দা (PTI)

KMRCL-এর ইঞ্জিনিয়াররা জানিয়েছেন, শুক্রবার ভোর রাতে ক্রস টানেল তৈরির সময় জল বেরনো শুরু হতেই গ্রাউটিংয়ের কাজ শুরু করেন ইঞ্জিনিয়াররা। কেমিক্যাল গ্রাউটিং পদ্ধতিতে মাটির নীচে ফাটলে এমন এক ধরণের রাসায়নিক ঢুকিয়ে দেওয়া হয় যা ফেনার মতো ফুলে ফাটলটি বন্ধ করে দেয়।

দিনভর উদ্বেগের পর রাতে এল স্বস্তির খবর। বউবাজারে মেট্রোর সুড়ঙ্গের ফাটল থেকে বন্ধ হয়েছে জল বেরনো। যার ফলে নতুন করে কোনও বাড়িতে ফাটল তৈরি হওয়ার সম্ভাবনা অনেকটাই কমেছে। বৃহস্পতিবার রাত থেকে ওই ফাটল দিয়ে মিনিটে প্রায় ২০০ লিটার করে জল বেরোচ্ছিল। শুক্রবার রাত ১১টা নাগাদ তা বন্ধ হয়েছে বলে জানা গিয়েছে।

KMRCL-এর ইঞ্জিনিয়াররা জানিয়েছেন, শুক্রবার ভোর রাতে ক্রস টানেল তৈরির সময় জল বেরনো শুরু হতেই গ্রাউটিংয়ের কাজ শুরু করেন ইঞ্জিনিয়াররা। কেমিক্যাল গ্রাউটিং পদ্ধতিতে মাটির নীচে ফাটলে এমন এক ধরণের রাসায়নিক ঢুকিয়ে দেওয়া হয় যা ফেনার মতো ফুলে ফাটলটি বন্ধ করে দেয়। দিনভর এই পদ্ধতিতে কাজ করার পর শুক্রবার রাত ১১টা নাগাদ জল বেরনো বন্ধ হয়। ইঞ্জিনিয়াররা জানিয়েছেন, এবার জল বেরোলেও জলের সঙ্গে তেমন একটা মাটি বেরোয়নি। ফলে নতুন করে ওপরে বাড়িতে ফাটল ধরার সম্ভাবনা কম। তবু পরিস্থিতির ওপর কড়া নজর রেখেছেন তাঁরা।

ওদিকে শনিবার সকালেও বাড়ি থেকে মালপত্র সরানোর কাজ শুরু করেছেন বাসিন্দারা। ওই এলাকার অধিকাংশ বাসিন্দাই পুরনো। তাদের গেরস্থালি এলোমেলো হয়ে গিয়েছে এই ঘটনায়। অনেকে যে কোনও পরিস্থিতিতে বাড়ি ছাড়বেন না বলে জানিয়ে দিয়েছেন। যার জেরে শুরু হয়েছে নতুন জটিলতা।

 

বন্ধ করুন