বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Bratya Basu: হ্যামলেট নয়, রাজ্যপালের মধ্যে ম্যাকবেথের মতো লোভ দেখতে পাচ্ছি, বললেন ব্রাত্য

Bratya Basu: হ্যামলেট নয়, রাজ্যপালের মধ্যে ম্যাকবেথের মতো লোভ দেখতে পাচ্ছি, বললেন ব্রাত্য

ব্রাত্য বসু। ছবি: পিটিআই

সোমবার রবীন্দ্রজয়ন্তীর প্রাক্কালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, ‘আইনগত, সাংবিধানিক বা রাজনৈতিক, কোনও সঙ্কট তৈরি হলে রাজ্যপাল শেক্সপিয়রের হ্যামলেটের মতো নিষ্ক্রিয় থাকবে না। টু বি অর নট টু বি, শিক্ষাই এটা শেখাবে'।

রাজ্যপাল সিভি আনন্দ বোসের হ্যামলেট মন্তব্যকে কটাক্ষ করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেন, হ্যামলেট নয়, রাজ্যপালের মধ্যে ম্যাকবেথের লক্ষ্য করছি।

এদিন ব্রাত্যবাবু বলেন, ‘আমাদের ভুলে গেলে চলবে না, হ্যামলেট কিন্তু শেষ পর্যন্ত নিষ্ক্রিয় থাকেনি। তিনি শেষে সক্রিয় হয়েছিলেন। এবং সেজন্য তাঁর কী পরিণতি হয়েছিল সেটাও আমরা দেখেছি।

উচ্চ শিক্ষাদফতরকে এড়িয়ে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিকে কুক্ষিগত করার ওনার যে মানসিকতা দেখা যাচ্ছে এটা ঠিক হ্যামলেটের মতো লাগছে না। বরং ম্যাকবেথের মতো লাগছে। একটা তীব্র উচ্চাশা কাজ করছে। ম্যাকবেথের যেটা ট্রাজিক ভুল’।

সোমবার রবীন্দ্রজয়ন্তীর প্রাক্কালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, ‘আইনগত, সাংবিধানিক বা রাজনৈতিক, কোনও সঙ্কট তৈরি হলে রাজ্যপাল শেক্সপিয়রের হ্যামলেটের মতো নিষ্ক্রিয় থাকবে না। টু বি অর নট টু বি, শিক্ষাই এটা শেখাবে'।

রাজ্যপালের মন্তব্যের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রত্যেকের সীমারেখা আছে। রাজ্যপালকে কেউ ভুল বোঝাচ্ছেন। সম্প্রতি রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ে ঝটিকা সফরে যেতে দেখা গিয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। আচার্য হিসাবে বিশ্ববিদ্যালয়ের কাছে আর্থিক হিসাবও চেয়েছেন তিনি। এর পরই রাজ্য ও রাজ্যপালের মধ্যে তিক্ততা শুরু হয়।

 

বন্ধ করুন